নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শাল্লা-দিরাই সহ দেশ ও প্রবাসের সকল মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ শাল্লা উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক ও শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ।
গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বাণীতে চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী) বলেন- রমজানের দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নেক বান্দাদের জন্য ঈদুল ফিতর হলো আনন্দময় পুরস্কার।
পবিত্র ঈদুল ফিতর আমাদের ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে সব মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দেয়। ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।
আল আমিন চৌধুরী বলেন- করোনা কালীন সময়ে অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে বিশ্বজুড়ে কিন্তু বাংলাদেশ অনেক ভালো অবস্থানে দাঁড়িয়ে আছে জাতির পিতার সুযোগ্য কণ্যা শান্তির জননী দেশ-রত্ন শেখ হাসিনার সময়োপযোগী সাহসী পদক্ষেপের জন্য।
ঈদ এসেছে আনন্দের বার্তা নিয়ে এমন এক সময় যে সময় আমার প্রাণপ্রিয় শাল্লা ও দিরাই সহ সুনামগঞ্জের হাজার হাজার কৃষকের শ্রমে-ঘামে-কষ্টে ফলানো সোনার ফসল ধান তলিয়ে গেছে, চলছে কৃষকদের হাহাকার, ইতিমধ্যে সরকার কিছু পদক্ষেপ নিয়েছে পরবর্তীতে সরকারী সহযোগিতা আসবে, সেগুলো যাহাতে সুষম বন্টন হয় সেটা নিশ্চিত করা হবে।
সেই সাথে সমাজের বৃত্তবানদের প্রতি আহ্বান জানাই সবার উচিত অসহায়-গরীবদের পাশে দাঁড়ানোর, তাদের যথাসাধ্য সাহায্য করা যাতে তারাও আনন্দ-উল্লাসের সঙ্গে খুশীর ঈদ উদযাপন করতে পারেন।
ঈদুল ফিতরে শান্তি-সুধায় ভরে উঠুক বিশ্ব সমাজ। দেশপ্রেম আর মানবতাবোধের বহ্নিশিখায় জেগে উঠুক প্রতিটি মানব হৃদয়।
আসুন, সমাজের ধনী-গরিব, দল-মত নির্বিশেষে সবাই পারস্পারিক সহযোগিতা ও সহর্মিমতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের খুশি ভাগাভাগি করে নিই।
পরম করুণাময় আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি- মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব মহামারি, দুঃখ-জরা, সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বলোক- (ঈদ মোবারক)।
শুভেচ্ছান্তেঃ
চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী)
চেয়ারম্যান
শাল্লা উপজেলা পরিষদ, সুনামগঞ্জ।
সাধারণ সম্পাদক
বাংলাদেশ আওয়ামী লীগ শাল্লা উপজেলা শাঁখা, সুনামগঞ্জ।
সোমবার, .২ রা মে ২০২২, ১৯ বৈশাখ ১৪২৯, ৩০ রমজান ১৪৪৩ হিজরী।
Leave a Reply