স্মৃতির আড়ালে মা
এম,এ গফফার
মা তুমি চলে গেছ দৃশ্যমান ধরণীর আড়াল হয়ে লোকান্তরে,
স্মৃতির নীরব ভাবনায় আজো ও ভাবি তোমার স্নেহাদর মায়া মমতার শত কথা। মা হারা প্রবাসে রিক্ত সমবেদনায়
কাটে মোর দিবস ও রজনী।
জীবন চলার শত ব্যস্ততায় মনে পড়ে।
মাতৃত্বের আচলে থাকা স্মৃতি
বিজড়িত হাজারো স্মৃতি কথা।
মা তুমি নীরবে ঘুমিয়ে রয়েছ
স্বর্গরাজ্যে চিরনিদ্রায়।
কালের প্রতিটি মুহূর্তে তোমাকে, স্মরণ করি শত বেদনায়।
জীবন নদীর প্রবাহে সাগর নদীর স্রোতধারা অবিরত বহে রবে যুগ যুগান্তরে
সময়ের স্রোতে বহে রবে না
মানব জীবনের গতি।
প্রকৃতির এই নৈসর্গিক দৃশ্যাবলী চিরদিন বহমান থাকবে। স্মৃতির নীলাকাশে বহে রবে মাতৃত্বের বন্ধন।
জীবনের কোনো এক দুর্দিনে চলে যেতে হবে মায়ার বাঁধন ছেড়ে দূরে বহুদূরে।
মানবহীন রাজপ্রাসাদ আর অট্টালিকা। পড়ে থাকবে স্মৃতির দর্পন হয়ে যুগে যুগে।
মা, তুমি চলে গেছ অজানা ভূবনে, জীবন চলার প্রতিটি মুহূর্তে, দোয়া করি চিরনিদ্রায় ঘুমিয়ে থাকো স্বর্গের ভূবনে।
Leave a Reply