মাতৃভূমি
এম. এ. গফফার
জন্ম আমার মাতৃভূমি, সোনার বাংলাদেশ।
প্রকৃতির এই রূপ লাবন্যে
রূপসী প্রিয় দেশ,
নদ- নদী আর সাগর জলে
হাজার তরীর বাস
নৌকা বেয়ে মনের সুখে
মাঝি গায় গান।
মাতৃভূমি স্বদেশ আমার শাপলা ভাসে জলে।
জোস্না জলে গোসল করে, রূপসী সুন্দরী।
সবুজ শ্যামল শস্যে ভরা
মোদের প্রিয় ভূমি।
আকা বাঁকা মেঠো পথে
চলে গরুর গাড়ি,
জন্ম আমার প্রিয় দেশে
সবুজ শ্যামল গায়।
পদ্মা, মেঘনা,যমুনা মোদের
মাতৃভূমির ঠিকানা।
সাঝের মায়ায় মুক্ত মাঠে
রাখাল বাজায় বাঁশি।
ছয়টি ঋতুর রুপান্তরে নদী মাতৃক দেশ।
প্রকৃতির নৈসর্গিক ভূমি
রূপসী বাংলাদেশ।
বর্ষাকালে বাসন্তী সন্ধ্যায় সাঝের আলো করে ঝিকিমিকি
জোস্না জলে স্রোতের টানে চলে শত তরী।
প্রকৃতিতে বহে চলে জল তরঙ্গের খেলা।
রূপসী নদীর রূপ সুন্দরী জলে করে খেলা।
সিদ্ধ শ্যামল ছায়ায় ঘেরা
প্রিয় জন্মভূমি।
লেখক: সম্পাদক ও প্রকাশক: দেশ বিদেশের খবর, (অনলাইন গণমাধ্যম) ডার্নাল, শেফিল্ড, ইংল্যান্ড।
নিউজটি ভালো লাগলে শেয়ার করুন।
এ সম্পর্কিত
Leave a Reply