জানা যায়, সর্বসম্মতি ক্রমে ২০২২-২০২৩ অর্থবছরের জন্য ২ কোটি ১৯ লাখ ৪৮ হাজার ৮শত টাকার উন্মুক্ত বাজেট পাশ হয় । ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব হিসেবে আয় ধরা হয়েছে ৬১ লাখ লাখ ১৫ হাজার ২০৩ টাকা। ২০২১-২২ অর্থবছরের রাজস্ব হিসেবে আয় হয়েছিল ৭০ লাখ ৬২ হাজার ৫৩ টাকা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার উজ জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ, ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার৷
সভায় আরও উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রাইজুল ইসলাম, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস, আনসার ভিডিপি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন সহ প্রমুখ।
উপজেলার সকল ইউপি সদস্য, ব্যবসায়ী প্রতিনিধি ও স্থানীয় জনগণরা।
সভায় প্রতিবন্ধী, মুক্তিযুদ্ধা, শিক্ষা বৃত্তি, যুব উন্নয়ন ট্রেনিং,লাইব্রেরি,,কম্পিউটার ট্রেনিং, উন্মুক্ত পার্ক, মাদক, বাল্যবিবাহ নিয়ে আলোচনা করা হয়।
Leave a Reply