হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পল্লীতে হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবিতে ঝন্টু দাস(৫০) নামক এক নৌ শ্রমিক মৃত্যু বরন করেছেন।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, আজ ১৩ ই জুন রোজ সোমবার দুপুর ১২ ঘটিকার সময় সুনামগঞ্জ জেলার উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ো হাওয়া চলাকালীন সময়ে জেলার শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়ন এর অন্তর্ভুক্ত সৈদপুর (সিচনী) গ্রাম নিবাসী নৌ শ্রমিক ঝন্টু দাস(৫০) সহ ৫ জন নৌ শ্রমিক নৌকা যোগে আশ্রয়ণ প্রকল্পের কংক্রিট নিয়ে যাওয়ার পথে দরগাপাশা গ্রামের পশ্চিমে অবস্থিত শালদীঘা বাঁধের নিকটবর্তী স্থানে নৌ শ্রমিক সহ কংক্রিট বুঝাই নৌকাটি ডুবে যায়। তাৎক্ষণিকভাবে ৫ জনের মধ্যে ৪ জনকে জীবিত উদ্ধার করা হলেও অনেক খোঁজাখুঁজি করে ঝন্টু দাস (৫০) এর খোঁজ পাওয়া যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে শান্তিগঞ্জ থানার এসআই আবু বক্কর এবং এএসআই ওয়াদুদ সহ পুলিশ দলের সর্বাত্মক সহযোগিতায় শান্তিগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা বিকাল প্রায় ৪ টা ৩০ মিনিটের সময় পানিতে ডুবন্ত অবস্থায় ঝন্টু দাস (৫০) এর মরদেহ উদ্ধার করেছে। এবিষয় এর সত্যতা নিশ্চিত করেছেন দরগাপাশা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ ছুফি মিয়া ও শান্তিগঞ্জ থানার এসআই আবু বক্কর।
Leave a Reply