সুনামগঞ্জ প্রতিনিধিঃ সপ্তাহব্যাপী বন্যাদূর্গত দিরাই-শাল্লায় জরুরী খাদ্য সামগ্রী বিতরন সম্পন্ন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক উপকমিটির সদস্য, সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ডাল্টন তালুকদার । তিনি সপ্তাহব্যাপী দিরাই-শাল্লার বানভাসীদের কাছে ত্রান নিয়ে ছুটে গিয়েছেন। স্মরণকালের ভয়াবহ বন্যায় রাস্তা-ঘাট বন্ধ থাকার পরও মাতৃভূমির এই দুর্যোগকালীন সময়ে ছুটে গিয়েছেন দিরাই শাল্লার বিভিন্ন ইউনিয়নে জরুরী খাদ্য সামগ্রী নিয়ে।
এ বিষয়ে ব্যারিস্টার ডাল্টন তালুকদারকে জিজ্ঞেস করলে এ প্রতিনিধিকে জানান– এমন দুর্যোগে কোন বিবেকবান মানুষই তাদের স্বজনদের বিপদে রেখে ঘরে বসে থাকতে পারেন না, দিরাই শাল্লার প্রতিটি জনগণই আমার স্বজন। আমি সামর্থ্য অনুযায়ী আমার এলাকার মানুষদের পাশে দাঁড়িয়েছি। এমন দুর্যোগে জননেত্রী শেখ হাসিনা আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের স্বেচ্ছাসেবক এর ভুমিকায় বন্যাদূর্গত অসহায় মানুষের কল্যাণে কাজ করার নির্দেশ দিয়েছেন। তাই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে নিয়ে আমি ছুটে গিয়েছি আমার বানভাসি স্বজনদের কাছে।
জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বানভাসি কেউ না খেয়ে থাকবেনা, সিলেট-সুনামগঞ্জ সহ প্রতিটি অঞ্চলের বন্যাদূর্গত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তা ও পুনর্বাসনে আওয়ামী লীগ সরকার সম্ভাব্য সবকিছু করবে। মাননীয় প্রধানমন্ত্রী নিজে বন্যাদূর্গত এলাকা পরিদর্শন করেছেন,তাৎক্ষণিকভাবে দূর্গতদের উদ্ধারে সেনাবাহিনী নামিয়েছেন। দিরাই-শাল্লার বন্যাদূর্গত মানুষের সহায়তায় আমার সাধ্যানুযায়ী সরকারের উচ্চ পর্যায়ে প্রচেষ্টা অব্যাহত রাখবো।
সপ্তাহব্যাপী খাদ্য সামগ্রী বিতরণকালে বিভিন্ন সময় উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা, শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আওয়ামী লীগ নেতা ও শাল্লা ইউপি চেয়ারম্যান আব্দুস ছত্তার মিয়া, দিরাই উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুল হাসান, শাল্লা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এডভোকেট দিপু রঞ্জন দাস, রফিনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আল মামুন, দিরাই শাল্লা উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক হরিপদ দাস, দিরাই উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, দিরাই পৌর যুবলীগের সভাপতি সারোয়ার হোসেন, শাল্লা উপজেলা যুবলীগ নেতা রফিকুল ইসলাম, রফিক মিয়া, দিরাই পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, যুবলীগ নেতা নুরুল হক, আটগাও যুবলীগের সভাপতি আমির হামজা, সরমংগল ইউনিয়ন যুবলীগের সভাপতি দুলাল আহমেদ, চরনারচর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল আরমান, রফিনগর ছাত্রলীগের সভাপতি রুবেল চৌধুরী সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
Leave a Reply