আল-হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে খাদ্য সহায়তা দিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব নুর আলম ভূঁইয়া। সুনামগঞ্জের বানভাসীদের সাহায্যার্থে সরকার ও এনজিওদের পাশাপাশি স্থানীয় বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে
এগিয়ে আসার উদাত্ত আহবাণ জানিয়ে তিনি বলেছেন, আমরা যে পেশা বা রাজনীতির সাথে জড়িত থাকিনা কেন দেশ ও সমাজের প্রতি এবং সমাজের মানুষের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে।মানবিক এই বিবেকবোধ ও দায়বদ্ধতা থেকেই আমি সিলেট বিভাগের ৪ জেলার বন্যাপ্লাবিত মানুষের সাহায্যার্থে ছুটে এসেছি।এখানে আমি বলতে কিছুই নই। আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ দলিল লেখক সমিতির পক্ষ থেকেই আমরা আমাদের সকলকে নিয়ে দুর্যোগাক্রান্ত মানুষের পাশে দাড়াতে পেরেছি। আমরা দূর থেকে আসার কারণ একটাই আর তা হচ্ছে এই জেলার সচ্ছল লোকেরাও যেন বানভাসীদের সেবায় আত্মনিয়োগ করেন সেই ম্যাসেজটা দেওয়ার জন্য। ৩০ জুন বৃহস্পতিবার বিকালে ব্যক্তিগত উদ্যোগে সুনামগঞ্জে ৫ শতাধিক বন্যার্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব নুর আলম ভূইয়া এসব কথা বলেন। বাংলাদেশ দলিল লেখক সমিতি সুনামগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে শহরের মহিলা কলেজের সামনে দলিল লেখক সমিতির অফিসে তার আগমন উপলক্ষ্যে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি প্রদীপ পাল নিতাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যর মধ্যে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক এম ইকবাল হোসেন,সাংগঠনিক সম্পাদক ফুরকান উদ্দিন মানিক,সুনামগঞ্জ জেলা কমিটির সহ সভাপতি নেজামুল ইসলাম,সদর উপজেলা শাখার সাবেক সভাপতি আব্দুল খালিক,প্রবীণ দলিল লেখক মর্তুজ আলী,জাভেদ রশীদ,আব্দুর রশীদ,আনোয়ারুল বারী,মর্তূজ আলী, শহীদ সারোয়ার ও সাজ্জাদুল ইসলাম শায়েস্তাসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভার প্রধান অতিথি আলহাজ্ব নুর আলম ভূইয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ষবাপতির বক্তব্যে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রদীপ পাল নিতাই বলেন,আসলেই এবারের স্মরণকালের ভয়াবহ বন্যায় সুনামগঞ্জের মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। এই জেলার বন্যার্ত মানুষজনের পাশে নিজের সাধ্যমত ত্রাণ সহায়তা নিয়ে সুনামগঞ্জে এসে নরসিংদী জেলার মাধবদী উপজেলার কৃতি সন্তান বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব নুর আলম ভূইয়া আমরা সুনামগঞ্জবাসীকে ঋনী ও গৌরবান্বিত করেছেন। আমরা আমাদের নেতার শারীরিক সুস্থতা কামনা করি যাতে তিনি মানবতার সেবায় ভবিষ্যতে এমপি হয়ে আরো ভালো ভূমিকা রাখতে পারেন।
Leave a Reply