বায়েজিদ অপি, শান্তিগঞ্জ,সুনামগঞ্জঃ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ্য থেকে সুনামগঞ্জ জেলার বানভাসি অসহায় বিদ্যুৎ গ্রাহকদের জন্য প্রদত্ত ত্রান বিতরণ করেছে শান্তিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি।
এসব বন্যার্ত মানুষের পাশে পরিকল্পনা মন্ত্রী’র পক্ষ্য থেকে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। এসব বন্যা কবলিত ২ শত টি পরিবারকে এবার শান্তিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এান সহায়তা দিয়েছে।
প্রতিটি পরিবারকে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় ৮ টি আইটেম এ উপহার সামগ্রীর প্যাকেটের রয়েছে। ১৭জুলাই রবিবার সকালে এসব বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে শান্তিগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সুজিত কুমার বিশ্বাস এর সভাপতিত্বে বিতরন সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর চেয়ারম্যান(অতিরিক্ত সচিব) মোহাং সেলিম উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর হোসেন এর পক্ষ্যে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান,,পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মনিটরিং ও ব্যাবস্থপনা পূর্বঞ্চল পরিচালক ফকির শরিফ উদ্দিন আহমেদ, সিলেট জোনের তথ্য প্রকৌশলী বিপ্লব বান্টা, পরিকল্পনা মন্ত্রী’র ব্যক্তিগত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন , শান্তিগঞ্জ পল্লী অফিসের এজিএম নাদির হোসেন এবং জুনিয়র ইঞ্জিনিয়ার দিপেশ চন্দ্র পাল।
এছাড়া পল্লী বিদ্যুৎ সমিতির সাব জোনাল অফিসের কর্মকর্তা কর্মচারিরা ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন।
Leave a Reply