হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুর এর যোগলনগর পয়েন্ট হতে ছাতক এর কৈতক পয়েন্ট পর্যন্ত সংযোগ স্থাপনকারী সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ার পাশা-পাশি দুটি ব্রীজের এ্যপ্রোচে গর্তের সৃষ্টি হয়েছে। যারফলে এই সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন চালক জনসাধারণ চরম ভোগান্তির শিকার হয়ে পড়েছেন।
৫ ই আগষ্ট রোজ শুক্রবার বাদ জুম্মা সরেজমিনে ঘুরে দেখা যায়, সাম্প্রতিক বন্যায় সুনামগঞ্জের পাগলা -জগন্নাথপুর -আউশকান্দী আঞ্চলিক মহাসড়ক এর যোগলনগর পয়েন্ট হতে ছাতক উপজেলার কৈতক পয়েন্টে সংযোগ স্থাপনকারী সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে কাদা-পানিতে একাকার হয়ে আছে।এবং ছাতক উপজেলাধীন ভাতগাঁও ইউনিয়ন পরিষদ সংলগ্ন উত্তর পার্শ্বে অবস্থিত ব্রীজের এ্যাপ্রোচের উভয় পার্শ্বের এ্যাপ্রোচের পিচ দেবে গেছে ও একই উপজেলার সিংচাপইড় ইউনিয়ন এর অন্তর্ভুক্ত কামারগাঁও বাজার সংলগ্ন কামারগাঁও বড়খাল নামক খালের উপর অবস্থিত ব্রীজের এ্যাপ্রোচের মাটিতে বড় বড় গর্ত রয়েছে।
যারফলে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। যাত্রী সাধারণ ও পথচারীরা পায়ে হেঁটে ব্রীজ পারাপার হচ্ছেন। আর যানবাহন দুপারে থেকেই চলাচল করছে। এতে এই সড়ক সড়ক দিয়ে প্রতিনিয়ত দৈনন্দিন কাজে জীবন জীবিকার তাগিদে জগন্নাথপুর উপজেলা ও ছাতক উপজেলার দক্ষিণাঞ্চলের হাজার হাজার হাজার জনসাধারণ বিভাগীয় শহর সিলেট, জেলা শহর সুনামগঞ্জ ও উপজেলা সদরে যাতায়াত করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন। সিংচাপইড় ও ভাতগাঁও ইউনিয়ন এর বিপুল জনগোষ্ঠী কাঁদা-পানি মাড়িয়ে চলাচল করছেন। বিধায় জনস্বার্থে এই দুটি ব্রীজের এ্যাপ্রোচ সহ গর্ত গুলো সংস্কারের মাধ্যমে যানবাহন চলাচলে উপযোগী করে তুলার জন্য সংশ্লিষ্ট বিভাগের সুদৃষ্টি কামনা করছেন এলাকার সচেতন মহল।
Leave a Reply