আবু খালেদ, বিশেষ প্রতিনিধিঃ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী ঠাকুরভোগ গ্রামের প্রবীণ মুরব্বী শুনুর উল্লাহ গত ৯ আগষ্ট ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন–।
ঠাকুরভোগ গ্রামের প্রবীণ মুরব্বী শুনুর উল্লাহর ইন্তেকালে একই গ্রামের কৃতি সন্তান ইংল্যান্ড প্রবাসী, দেশ-বিদেশের খবর ডটকম এর সম্পাদক ও প্রকাশক, মাতৃভূমি ও প্রবাসের স্মৃতি রুপান্তর বইয়ের লেখক কবি এম এ গফফার গভীর শোক, দুঃখ ও সমবেদনা প্রকাশ করে স্মৃতিচারণ করে এক শোক বার্তা পাটিয়েছেন।
শোক বার্তা এম এ গফফার বলেন- প্রায় দুইযোগ ধরে প্রবাসে আছি দেশের বাড়িতে গেলে চাচাত্ব বড়ভাই আগলে রাখতেন অভিভাবকের মত। গত ৯ আগস্ট মঙ্গলবার আমাদের আদরের বড়ভাই মোঃ শুনুর উল্লাহ পবিত্র আছরের নামাজের পড়ে বিকেল ৫ ঘটিকার সময় আকস্মিক উনার জীবনের শেষ নিশ্বাস ত্যাগ করে আত্মীয়-স্বজন ও গ্রামবাসীকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেলেন না ফেরার দেশে।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন–। মরহুমের বয়স হয়েছিল প্রায় ৮০ বছর, মৃত্যুকালে ৪ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে জান।
আমার শ্রদ্ধেয় আদরের ভাই জনাব শুনুর উল্লাহর জন্য আত্মীয়-স্বজন , গ্রামবাসী সহ দেশ বিদেশে অবস্থানরত মুসলিম উম্মাহর কাছে আমি দোয়া প্রার্থী, মহান আল্লাহ রাব্বুল আলামিন উনাকে যেনো বেহেস্তের সর্বোচ্চ স্থানে যুগ-যুগান্তর অনন্তকাল রাখেন। আমিন।
শোক ও বেদনান্তেঃ
এম এ গফফার
শেফিল্ড, ইংল্যান্ড।
১১ আগস্ট, ২০২২ খ্রিঃ, বৃহস্পতিবার।
Leave a Reply