শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে বৈঠক করার জন্য উপাচার্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন। বৈঠক শেষে ৭টা ৩৫ মিনিটে শিক্ষামন্ত্রী, ভিসিসহ প্রতিনিধিরা ক্যাম্পাস থেকে চলে যান।
এর আগে ১৬ জানুয়ারি শিক্ষার্থীরা ভিসি ফরিদ উদ্দিন আহমেদকে ড. এমএ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে অবরুদ্ধ করেন। ওই দিন পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা করে ভিসিকে মুক্ত করে তার বাসভবনে পৌঁছে দেন। এরপর থেকে ভিসি তার বাসভবনেই ছিলেন।
এদিকে শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রী ডা দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ প্রতিনিধি দল ক্যাম্পাসে আসে।
ছবি-যুগান্তর।
Leave a Reply