ডেস্ক নিউজ:
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র সিলেট বিভাগীয় সম্মেলন ও মিলন মেলা “সাংবাদিকদের সুরক্ষা এবং স্বাধীনতায় বাঁচি-বাঁচাই স্বাধীনতাকে” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৩ ডিসেম্বর (শনিবার) নগরীর মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে বিএমএসএস সিলেট বিভাগীয় সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এস এম ওয়াহিদুল ইসলাম এর সভাপতিত্বে সদস্যসচিব রোটারিয়ান গোলাম রব্বানী ও তুহিনুর রহমান শাহজাহানের যৌথ পরিচালনায় সম্মেলন উদ্বোধন করেন কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ডক্টর সুলতানা বিলকিছ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরিয়তপুরের জেল সুপার নেছার আলম চৌধুরী মুকুল, প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন-বিএমএসএস এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রামীণ জনকল্যাণ সংসদের নির্বাহী পরিচালক ও বাংলাদেশ ফিমেল একাডেমি দিরাই এর প্রতিষ্ঠাতা সভাপতি জামিল চৌধুরী, সিলেট জজ কোর্টের সিনিয়র আইনজীবী ও কবি ও সাহিত্যিক এডভোকেট ওবায়েদুর রহমান, আন্তর্জাতিক সাংবাদিক ফোরাম ইউকের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, বিএমএসএস কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আশাহীদ আলী আশা,রিয়াজ রহমান, ডিএসএস প্রি-ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহ জাহান সিরাজ ও সুরমা কলেজের প্রভাষক মোস্তাহার মিয়া মোস্তাক প্রমূখ।
সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম চৌধুরী জীবন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ)মো:সবুজ মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) শামসীর হারুনুর রশীদ, কেন্দ্রীয় পরিবেশ বিষয়ক সম্পাদক মো:মোহন আহমেদ, কেন্দ্রীয় সহ-সম্পাদক, রহিমা খানম সুমি, সহ-সম্পাদক শফিকুল ইসলাম স্বাধীন ও সহ-সম্পাদক মো:জুনাইদ চৌধুরী প্রমূখ। ১১৫ সদস্য বিএমএসএস এর সিলেট বিভাগীয় কমিটি ঘোষণাঃ মানব চাহিদা পত্রিকার নির্বাহী সম্পাদক এস এম ওয়াহিদুল ইসলাম সভাপতি, রোটারিয়ান শফিকুর রহমান চৌধুরী সিনিয়র সহ-সভাপতি, দৈনিক জাগ্রত সিলেট এর ব্যবস্থাপনা সম্পাদক রোটারিয়ান গোলাম রব্বানীকে সাধারণ সম্পাদক, দৈনিক ভাটি বাংলা’র প্রধান সম্পাদক মোঃ মাহবুব বক্ত চৌধুরীকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও তুষার চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক করে ১১৫ সদস্য বিশিষ্ট সিলেট বিভাগীয় কমিটি ঘোষণা করেন- বিএমএসএস এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান।
Leave a Reply