1. smwahidulislam49@gmail.com : S M Wahidul Islam : S M Wahidul Islam
  2. deshbidesherkhabor@gmail.com : deshbidesherkhabor : Desh Bidesher Khabor
  3. moniraakterwahid@gmail.com : Khushi Talukder : Khushi Talukder
  4. chyyahya9@gmail.com : yahya chowdhury : yahya chowdhury
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:৫৫ অপরাহ্ন
নোটিশঃ
আপনাকে "দেশ বিদেশের খবর" নিউজ পোর্টালে স্বাগতম। ডার্নাল শেফিল্ড যুক্তরাজ্য প্রবাসী কবি ও লেখক এম এ গফফার সম্পাদিত "দেশ বিদেশের খবর" অনলাইন পত্রিকার জন্য সারাদেশে ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ ইউকে- +447871398375, বাংলাদেশঃ
সংবাদ শিরোনামঃ
অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশ সিলেট বিভাগীয় কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশ সিলেট বিভাগীয় কমিটি গঠনঃ সভাপতি এস এম ওয়াহিদ, সম্পাদক নাজমুল, সাংগঠনিক তুষার মাতৃভূমি স্মৃতির আড়ালে মা গোয়াইনঘাটে বৃদ্ধ ফেরিয়ালাকে চোরাকারবারি সাজিয়ে মিথ্যে মামলায় গ্রেফতার ও নির্যাতনের অভিযোগ বন্যায় ক্ষতিগ্রস্ত তিন শতাধিক মানুষের মাঝে মখলিছুর রহমানের নিজ অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ সাংবাদিকরা সরকারের উন্নয়নের পাশে থেকে শক্তি যোগায় : বিএমএসএস’র পিঠা উৎসবে নড়াইল পৌর মেয়র সিলেটে গণমানুষের দৈনিক গণমুক্তি পত্রিকার ৫০তম বর্ষপূর্তি উদযাপন দিরাইয়ে কুলঞ্জ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শিক্ষানুরাগী কুটিমিয়া শাহ আদিল সংবর্ধিত দিরাই প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি সামছুল সম্পাদক লিটন সিলেটে অপপ্রচারকারী কথিত ৮ সাংবাদিকদের বিরুদ্ধে সাংবাদিক ফয়ছল কাদির এর মামলা দিরাই’য়ে ছাত্র ও যুব অধিকার পরিষদের শীতবস্ত্র বিতরণ সাংবাদিক কাইয়ূম এর চাচা ইনাতগঞ্জ বাজারের সাবেক সভাপতি মোঃ সিরাজ উদ্দিন এর ইন্তেকাল সায়েস্তাগঞ্জে সরকারী বই বিক্রি, প্রধান শিক্ষিকা আটক নড়াইলে ৩ সাংবাদিকের উপর হামলা ও মিথ্যা চাঁদাবাজি মামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ

ধর্ষণ সহ একাধিক মামলায় কারাভোগকারী সিএনজি চালক ‘ফয়সল কাদের’র সাংবাদিক পরিচয়ে যত অপকর্ম

  • আপডেট সময়: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

বিশেষ প্রতিনিধিঃ সিলেট সাংবাদিক পরিচয়ে নানান অপকর্ম করে যাচ্ছে ফয়সল কাদের, কখনো নিজেকে পুলিশের সোর্স, কখনো র‍্যাবের সোর্স, আবার কখনো নিজেকে জাহির করে জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে ।

খবর নিয়ে জানা যায় বিগত  ২৩ সেপ্টেম্বর ২০১১ কানাইঘাট থানায় ফয়সল কাদেরের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা রয়েছে, মামলা নং ৪১০/২০১১। মামলার বাদী খাদিজা বেগম। তিনি এজাহারে উল্লেখ করেন গত  -০৬/০৯/২০১১ ইং তারিখে বিকাল ০৪ ঘটিকায় সিলেট জেলার কানাইঘাট গাছবাড়ী রাস্তার মাছুখাল বাজারের ব্রীজের নিকটে, তাহার খালা শিফা বেগমের বাড়ী সরদারমাটি যাওয়ার জন্য আসিলে, ভিকটিমের পূর্ব পরিচিত হওয়ায়, ফয়সল কাদের এর সিএনজি গাড়ীতে উঠিয়া খাদিজা আক্তারের খালার বাড়ী যাওয়ার কথা বললে ফয়ছল কাদের রাজী হয়, এবং সহজ সরল মেয়ে খাদিজা বেগমের দুর্বলতার সুযোগ নিয়ে তাহার খালার বাড়ী না গিয়ে

সিলেট শহরের তালতলাস্থ হোটেল সুফিয়ার ১৩৩ নং কক্ষে নিয়া বিভিন্ন ধরনের ভয় ভীতি ও প্রলোভন দেখাইয়া ঐদিন রাত ০৯ ঘটিকা হইতে সারারাত একাধিকবার খাদিজা বেগমকে তাহার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে।

পরবর্তীতে ধর্ষনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বিভিন্ন লোকের ইমু হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ভাইরাল করে। পরবর্তীতে খাদিজা বেগমের দায়ের করা মামলায় ২৪/০৯/২০১১ ইং তারিখে ফয়ছল কাদের গ্রেফতার হয়, দীর্ঘ নয় মাস কারাভোগ করার পর ১০/০৬/২০১২ ইং তারিখে জামিন লাভ করে, বর্তমানে ধর্ষণের মামলাটি বিচারাধীন।

ফয়সল কাদের সাংবাদিক পরিচয় দিয়ে সিলেটের সাংবাদিক সমাজকে কলুসিত করে যাচ্ছে,  তার পেশা হচ্ছে সে একজন সিএনজি চালক,  সাংবাদিকতার পরিচয় দিয়ে সাধারণ মানুষকে হয়রানি ও হয়রানি  করে বড় অংকের টাকা লুটে নিচ্ছে,  তার খুটির জোর কোথায়?

গত ১১/০৭/২০২১ ইং তারিখে বাংলাদেশ পুলিশ সদস্য মোঃ নুরুল আফসার ভুইয়া সার্জেন্ট, ট্রাফিক বিভাগ মেট্রোপলিটন পুলিশ -ফয়সল কাদের এর বিরুদ্ধে শাহপরান রহঃ থানায় ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইন এর -২৫(২)/২৯(১১)/৩১(২) ধারা মামলা দায়ের করেন,মামলা নং(০৫-২০২১) মামলার বাদী আফসার ভুইয়া এজাহারে উল্লেখ করেন তিনি গত ০৯/০৭/২০২১ ইং তারিখে দুপুর ০২.৩০ ঘটিকা হইতে সুরমা গেইট এলাকায় সঙ্গীয় ফোর্স সহ দিবাকালীন চেকপোস্ট -৬১ ডিউটতে নিয়োজিত ছিলেন,করোনাকালীন সময় দায়িত্ব পালনে সুরমা গেইট বাইপাস মোড় এলাকায় গাড়ী তল্লাশী কার্যক্রম পরিচালনা করেন, বিকাল ০৬.২৫ ঘটিকার সময় মোটরসাইকেল চালক ফয়সল কাদের  হেলমেট বিহীন ৩ জন আরোহী নিয়ে আসিলে, দায়িত্বরত পুলিশ রেজিষ্ট্রেশন বিহীন মোটর সাইকেল থামান,এবং ফয়সল কাদের এর নিকট লাইসেন্স, গাড়ীর কাগজ পত্র চাইলে,৩ জন আরোহী ও হেলমেট বিহীন গাড়ী চালানোর কারন জানতে চাইলে ফয়সল কাদের নিজেকে সাংবাদিক পরিচয় দেন।এবং অসদাচরণ করেন মামলার বাদী আফসার ভুইয়ার সাথে, এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ করে বিভ্রান্তি সৃষ্টি করেন সাংবাদিক মহল ও আইনশৃঙ্খলা বাহিনীর মাঝে। পরবর্তীতে তাকে সিলেট ০৯ র‍্যাপিড একশন গ্রেফতার করে।

দীর্ঘদিন কারাভোগ করার পর জামিনে বের হয়ে এসে ফয়সল কাদের থেমে নেই,  একটি কুচক্রী মহলের সাথে রয়েছে তার হটলাইন সুসম্পর্ক। 

উদ্দেশ্য প্রণোদিত যে কারো বিরুদ্ধে রেজিষ্টেশন বিহীন অনলাইন পোর্টাল, ফেসবুকে, সংবাদের নামে অপপ্রচার করে ভয়ভীতি দেখিয়ে সাধারণ মানুষের কাছে থেকে হাতিয়ে নিচ্ছে বড় অংকের টাকা।

ফয়সল কাদের তার ফেসবুক আইডির  টাইমলাইনে সব সময় মানুষকে আক্রমণ  করে পোস্ট করে,  এবং তারসাথে রয়েছে নারীদের একটি সংঘবদ্ধ চক্র। 

ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সিলেটের সংবাদকর্মী সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হানিফকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভু‚য়া ও মিথ্যা তথ্য দিয়ে সমাজে সম্মান ক্ষুন্ন করতে উঠে পড়ে লেগেছে একটি কু-চক্রী মহল।

সাংবাদিক হানিফকে নিয়ে অপপ্রচার,  আর সেই অপপ্রচারের মুল কেলেঙ্কারির হোতা  হচ্ছে ফয়সল কাদের, তার এক সহযোগীর সাথে কথা বললে, ফয়ছল কাদের এর ভয়েস রেকর্ড ও তারসাথে একটি কুচক্রী মহল জড়িত রয়েছে বলে জানান তিনি। 

ভূয়া তথ্য দিয়ে সাংবাদিক হানিফের সম্মান ক্ষুন্ন করতে সচেষ্ট ঐ চক্রটির একজনের একটি অডিও কল রেকর্ড উদ্ধার করা হয়েছে । ঐ অডিও কলের রেকর্ড থেকে জানা গেছে, ফয়সল কাদের নামীয় ব্যক্তি  ‘মুক্তির ৭১ নিউজ ডট কম’ অনলাইন নিউজ পোর্টালের হবিগঞ্জ প্রতিনিধি নিছপা আক্তার জেনিকে ফোন ও হোয়াটসআপ মেসেঞ্জারে সাংবাদিক হানিফের বিরুদ্ধে মিথ্যা ও ভূয়া তথ্য দিয়ে সংবাদ প্রচার করতে বিভিন্ন ভাবে লোভ ও প্রলোভন দেখান ও সংবাদ প্রচারের বিনিময়ে বড় অংকের আর্থিক সুবিধা প্রদানের আশ্বাস দেন।

মহিলা সংবাদ কর্মী নিছপা আক্তার জেনি ফোনকল দাতাকে সংবাদ প্রচারের জন্য পর্যাপ্ত তথ্য ও নথি চাইলে ফোনকল দাতা ফয়সল কাদির ও সহযোগীরা মিলে মিথ্যা ও প্রতারণা মূলক বিভিন্ন কৌশল প্রদান করেন। লোভ প্রলোভন দেখিয়ে মিথ্যা তথ্য উপস্থাপন করে সাজানো নাটক দ্বারা সাংবাদিক হানিফের বিরুদ্ধে সংবাদ প্রচারে ব্যর্থ হয় ফয়সল কাদের নেতৃত্বাধীন কু-চক্রী মহলটি। 

এ বিষয়ে মুক্তির ৭১ নিউজ  ডটকম অনলাইন নিউজ পোর্টালের হবিগঞ্জ প্রতিনিধি  নিছপা আক্তার জেনির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, টাকার জন্য কারো সম্মান নষ্ট করাকে সাংবাদিকতা বলে না। তিনি আরো জানান, কারো বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে প্রতিহিংসা মূলক সংবাদ প্রচার করে হয়রানি করা ও সম্মান নষ্ট করা হলুদ সাংবাদিকতা ও চাঁদাবাজি ছাড়া আর কিছুই নয়।

ফেক ফেসবুক আইডি Hadi Al Anas -Dx khan সাংবাদিক হানিফের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেক আইডি দিয়ে অপপ্রচার করে যাচ্ছে ফয়ছল কাদের ও তার সহযোগীরা। সাংবাদিক হানিফ কে প্রাণে হত্যার হুমকি সহ,  কুকুরের ছবির সাথে সাংবাদিক হানিফের ছবি যুক্ত করে নানান মিথ্যা তথ্য দিয়ে মানহানিকর ভাষা প্রয়োগ করে,  এক পর্যায় সাংবাদিক হানিফ’কে  ব্ল্যাক মেইল করে বড় অংকের টাকা লুটে নেওয়ার পায়তারা করে। 

তার এনন কর্মকাণ্ড সিলেটের সাংবাদিক মহল  সহ সাধারণ মানুষ ক্ষিপ্ত ফয়সল কাদের নামক সিএনজি চালকের উপর।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরও খবর
© All rights reserved © 2022 deshbidesherkhabor.com
Customized By Outsourcing Sylhet