স্টাফ রিপোর্টারঃ সিলেট আ্ম্বরখানা গোল্ডেন টাওয়ার (প্রাঃ) লিমিটেড এর ব্যবসায়ী সমিতির সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৩ ডিসেম্বর বিকাল ৪ ঘটিকায় সভা অনুষ্ঠিত হয়। গোল্ডেন টাওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি ইসমাইল হোসেন কয়েছের সভাপতিত্বে যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারন সম্পাদক নেছার আলম শামীম ও যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী।
হাফেজ মাওলানা মাহুবুর রহমান এর কুরআন তেলাওয়াত এর মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। সাধারন সভায় সকল সদস্যের উপস্থিতিতে গঠনতন্ত্র অনুযায়ী ২৩-২৫ ইং সনের নির্বাচন পরিচালনা করার জন্য ৫ সদস্য বিশিষ্ঠ একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
কমিটিতে গোল্ডেন টাওয়ারের বিশিষ্ঠ ব্যবসায়ী স্কাই-লিংক ট্রাভেলস্ এর সত্বাধিকারী ও গোল্ডেন টাওয়ারের পরিচালক আব্দুল মজিদকে আহবায়ক ও সদস্য সচিব আদিল এয়ার ইন্টারন্যাশনাল এর সত্বাধিকারী রাজু আহমদ সাধারন সদস্য হিসেবে রয়েছেন সূচি এন্ড সুমাইয়া ট্রাভেলস্ এর সত্বাধিকারী সাইফুল ইসলাম, ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এর পরিচালক আহমদ উল্ল্যাহ স্টাডি রাইট কনসালটেন্সি ফার্মের সত্বাধিকারী সুমন আহমদ।
উক্ত নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে বর্তমান কার্যকরী কমিটির মেয়াদ শেষে গঠনতন্ত্র অনুযায়ী নিরপেক্ষ একটি কমিটি গঠনের সিন্ধান্ত গৃহিত হয়।বর্তমান কমিটির সর্বশেষ সাধারন সভায় সদস্যের উপস্থিতিতে মুক্ত আলোচনার মাধ্যমে সদস্যদের মতামত গ্রহন করেন বর্তমান সমিতির কাযকরী কমিটির নেতৃবৃন্দ। কমিটির গত দুই বছরের কাযক্রম তুলে ধরে সভাপতির সমাপনী বক্ত্যবের মাধ্যমে সাধারন সভার সমাপ্তি ঘোষনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন টাওয়ার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি ইকবাল হোসেন সাংগঠনিক সম্পাদক শাহনুর আহমদসহ আব্দুস সালাম মেম্বার, সৈয়দ সাব্বির আহমদ, আবুল কাহের রাজা মিয়া, মাইদুল ইসলাম শাকিল, এডভোকেট জসিম উদ্দিন, জিহাদুল ইসলাম, মোহাম্মদ নাইম, কাযকরী কমিটির সদস্যবৃন্দ এছাড়াও টাওয়ারের অন্যান্য ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন বদরুজ্জামান সেলিম, ফয়েজ আহমদ, আব্দুস শহিদ মেমবার, সিজিল মিয়া, গিয়াস উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, মাহদি বিন আব্দুল আহাদ , মুক্তাদির হুসেন, সাকির হুসেন, মুবারক হুসেন, আনোয়ার হুসেন, হিফজুর রহমান, মাসুক মিয়া, আল আমিন, মিজানুর রহমান, জহির রায়হান, সাহেদ আহমেদ, মাহবুব বক্ত চৌধুরী, আর ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিতিতে গোল্ডেন টাওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতির সমাপনি বক্তব্যের মাধ্যমে উক্ত সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply