মোঃ বদরুজ্জামান বদরুল, বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস সিলেট বিভাগীয় কমিটির সভাপতি, সার্চ মানবাধিকার সোসাইটি সিলেট জেলা শাখার সভাপতি, মানব চাহিদা (প্রিন্ট ও অনলাইন) পত্রিকার নির্বাহী সম্পাদক ও দৈনিক ভাটি বাংলা ডটকম এর সম্পাদক এস এম ওয়াহিদুল ইসলামকে সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক পরিচয়ে হুমকি প্রদানের ঘটনায় ১৭/১২/২০২২ ইং তারিখে জালালাবাদ থানায় জিডি করেছেন তিনি।
জিডি মুলে জানা যায়- গত ১৪ ডিসেম্বর ২০২২ খ্রিঃ তারিখে মুক্তির একাত্তর পত্রিকার সুত্রে দৈনিক ভাটি বাংলা নিউজ পোর্টাল থেকে বুধবার (১৪ ডিসেম্বর) ‘‘ধর্ষণসহ একাধিক মামলায় কারাভোগকারী সিএনজি চালক ‘ফয়সল কাদের’সাংবাদিক পরিচয়ে নানান অপকর্ম করে বেড়াচ্ছে। শিরোনামে সংবাদ প্রকাশ করার পর,১৪/১২/২০২২ ইংরেজী তারিখে বিকাল ০৩.৫১ ঘটিকায় ০১৭১৭০৯৭১৫৮ নাম্বার থেকে দৈনিক ভাটি বাংলা ডটকম সম্পাদক এর ব্যবহৃত মুঠোফোনে ০১৩০৯৬৮৯৬২৬. কল করে কথিত সাংবাদিক পরিচয়ধারী ফয়ছল কাদের এস এম ওয়াহিদুল ইসলামকে মিথ্যা মামলার ও প্রাণনাশের হুমকি প্রধান করে ।
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নানান কর্মসূচিতে ও ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকায় ঘটনার ৪দিন পর ১৭ডিসেম্বর জালালাবাদ থানা (এসএমপি) সিলেট এ সাধারন ডায়েরী করা হয়, জিডি নং ৭৭৭/২০২২।
এ ব্যাপারে বিএমএসএস সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ও দৈনিক ভাটি বাংলা ডটকম সম্পাদক এস এম ওয়াহিদুল ইসলাম বলেন -! জিডি করলেও আমি আবার নিউজ প্রকাশ করতে চাইনি কিন্তু গতকাল রাত সাড়ে ১২ ঘটিকার সময় কথিত সাংবাদিক ফয়ছল কাদের আবারো ভাটি বাংলা সহ অন্য পত্রিকা ও সাংবাদিক সম্পর্কে কুরুচিপূর্ণ কথা-বার্তা বলে লাইভে, যা অত্যান্ত দুঃখজনক ও অমার্জনীয় দৃষ্টতা।
ভাটি বাংলা অনলাইন নিউজ পোর্টাল সহ অন্যান্য পত্রিকায় যেসব বিষয় উল্লেখ করে নিউজ প্রকাশ করা হয়েছিল তার প্রত্যক্ষটি বিষয় সে লাইভে স্বীকার করেছে আবার ভাটি বাংলার নিউজ মিথ্যা বলে চরম স্ববিরোধী নির্লজ্জ্বতার পরিচয় দিয়েছে। সংবাদে উল্লেখিত ধর্ষণ মামলা ও ট্রাফিক পুলিশের মামলা সে নিজেই লাইভের মাধ্যমে স্বীকার করেছে -ও তার বিরুদ্ধে সকল মামলার ডকুমেন্টস সংরক্ষিত আছে।
সংবাদের মূল বিষয়বস্তু ছিল মুক্তির ৭১ নিউজ ডটকম অনলাইন নিউজ পোর্টালের হবিগঞ্জ প্রতিনিধি নিছপা আক্তার জেনি’কে লোভ প্রলোভন দেখিয়ে মিথ্যা তথ্য উপস্থাপন করে সাজানো নাটক দ্বারা সুরমা মেইল সম্পাদক ও সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক হানিফের বিরুদ্ধে মিথ্যা নিউজ প্রচারের ঘটনা।
ফয়ছল কাদের গতকালের লাইভে সাংবাদিক মোহাম্মদ হানিফ এর কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছে, আরেক কথিক সাংবাদিক জসিমের কাছ থেকে টাকা নিয়ে নিছপা আক্তার এর মাধ্যমে মিথ্যা ও বানোয়াট নিউজ করার জন্যে।
তার লাইভে প্রমান করে অপপ্রচারের ঘটনা সত্য, দৈনিক ভাটি বাংলা সহ অন্যান্য পত্রিকার নিউজ তথ্য নির্ভর ও বস্তুনিষ্ঠ ছিলো তার লাইভের স্বীকারোক্তিই বড় প্রমাণ।
তারপরও ভাটি বাংলা সম্পাদককে হুমকি ও সাংবাদিক মোহাম্মদ হানিফ এর বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে প্রায় দুইশতাধিক অনলাইন ও প্রিন্ট পত্রিকায় নিউজ প্রকাশিত হলেও শুধুমাত্র দৈনিক ভাটি বাংলাকে লাইভে নামধরে মিথ্যা নিউজের অপ-প্রচার নির্জলা সত্যের অপলাপ ছাড়া আর কিছুই নয়। আমি ভাটি বাংলার বিরুদ্ধে এহেন নির্লজ্জ্ব মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। গতকাল জিডি করেছি প্রতিকার পেতে পরবর্তীতে সাইবার ট্রাইব্যুনালে মামলা পদক্ষেপ নেবো, অপসাংবাদিকতার বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত থাকবে।
Leave a Reply