নিজস্ব প্রতিবেদকঃ– গুজব অপপ্রচার সৃষ্টিকারী তথাকথিত নামধারী সাংবাদিক -জসিম উদ্দিন,(৩৬) শিপার চৌধুরী (৪২) রায়হান হোসেন মান্না(৩০) কামরুল ইসলাম জনির বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর অভিযোগ করেন সাংবাদিক ফয়ছল কাদির।
অভিযোগে উল্লেখ করেন গত ০৭/১১/২০২২ ইং তারিখে সাংবাদিক হানিফ এর বিরুদ্ধে একটি নিউজ প্রকাশ করার জন্য দেয় বিবাদী জসিম উদ্দিন পরবর্তীতে সেই নিউজ আমি না করে আমার পরিচিত এক সাংবাদিক নিছপাহ আক্তারের সাথে যোগাযোগ করে নিউজ টি করতে দিলে, নিছপাহ আক্তার (হবিগঞ্জ বাহুবল) ঢাকার একটি অনলাইন মুক্তির একাত্তর পত্রিকা থেকে উক্ত নিউজ টি প্রকাশ করে।
পরবর্তীতে উক্ত নিউজ সাংবাদিক হানিফের দৃষ্টি গোচর হলে বিষয়টি আমাকে জানান। তখন আমি মুক্তির একাত্তর পত্রিকায় নিউজটি পড়িয়া দেখি যে,
পরিকল্পিত ভাবে হানিফ এর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে সংবাদ প্রচার করে, উক্ত বিষয়টি বিবাদী জসিম উদ্দিন কে জিজ্ঞাসা করিলে সে জানায়, মোহনা টেলিভিশনের সাংবাদিক পরিচয় ধারী শিপার চৌধুরী, রায়হান হোসেন মান্না, কামরুল ইসলাম জনি সহ উক্ত নিউজটি প্রকাশ করার জন্য বিবাদীকে দিয়েছিলো ।
উক্ত নিউজটি নিয়ে বিবাদীর সহিত আমার মনমালিন্য সৃষ্টি হয়, এবং সাংবাদিক হানিকে নিয়ে মিথ্যা তথ্য দিয়ে নিউজের জন্য বর্তমানে আমি সামাজিক ও পারিবারিক ভাবে এবং সাংবাদিক সমাজে হেয় প্রতিপন্ন হইতেছি এবং যাহার চিন্তায় মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছি ।
সাংবাদিক হানিফ কে নিয়ে মিথ্যা তথ্য গুজব ছড়ানোর কারনে সাংবাদিক হানিফ বিজ্ঞ আদালতে সাইবার ট্রাইবুনালে একটি মামলা দায়ের করেছেন এবং সেই মামলায় আমাকে ৫ নং আসামীও করেছেন – এমন কী উল্লেখিত বিবাদী
জসিম উদ্দিন সোশ্যাল মিডিয়া ফেসবুকে -Hadi Al Anas” ও Dx Khan নামক দুই টি আইডি থেকে সাংবাদিক হানিফের বিরুদ্ধে বিভিন্ন মানহানীকর পোস্ট করিতে থাকে, উক্ত বিষয়টির জেরে বর্তমানে আমি খুবই মানষিকভাবে বিপর্যস্ত হওয়ার কারণে ।
গত ১৮/১২/২২ইং তারিখে উক্ত বিষয়ে আমি সোশ্যাল মিডিয়া ফেসবুকে আমার একাউন্ট “ফয়ছল কাদির” নামক আইডি থেকে লাইভ পোস্ট করে, সাংবাদিক হানিফের বিরুদ্ধে অপপ্রচারের সত্যতা ও বিরোধিতা প্রকাশ করি ।
যেকোন সময় উক্ত নিউজ এর জেরে উল্লেখিত বিবাদী গুজব সৃষ্টিকারী চক্র আমাকে বড় ধরনের হয়রানী ও বড় ধরনের ক্ষতি সাধন করিতে পারে, বিদায় উক্ত বিষয়ে আইনগত সহায়তার জন্য (পুলিশ কমিশনার) এসএমপি বরাবর সহ বিভিন্ন প্রশাসন সেক্টরের দারস্থ হইলাম।
গুজব সৃষ্টিকারী সংঘবদ্ধ চক্রের নানান অপকর্মের বিষয় সংগ্রহ করা হচ্ছে, বিস্তারিত বিষয় পরবর্তীতে তুলে ধরা হবে।
সাধারণ মানুষকে হয়রানি ও মিথ্যা তথ্যদিয়ে মানহানিকর গুজব সৃষ্টিকারী চক্রকে আইনের আওতায় নিয়ে কঠোর মুলক শাস্তির দাবী জানাচ্ছি।
বার্তা প্রেরক ফয়ছল কাদির।
সুত্র-:জাতীয় দৈনিক ভোরের সময় পত্রিকা ও দৈনিক পৃথিবীর কথা নিউজ পোর্টাল ।
মোবাইল. ০১৭১৮৬২০২৯
Leave a Reply