সিলেট সরকারী আলিয়া মাদরাসায় ছাত্রশিবিরের সভাকে কেন্দ্র করে নাশকতার অভিযোগে পুলিশের করা মামলায় নবনির্বাচিত তিন ইউপি চেয়ারম্যানকে কারাগারে প্রেরণ করেছে আদালত।
বুধবার হাইকোর্টের দেয়া আগাম জামিন শেষ হলে চার ইউপি সদস্য আইনজীবীর মাধ্যমে আদালতে জামিন আবেদন করেন। পরে শুনানি শেষে সিলেট জেলা জজ আদালতের বিচারক ১ জনের জামিন মঞ্জুর করলেও বাকি ৩ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নিজাম উদ্দিন।
কারাগারে যাওয়া তিনজন হলেন – বিয়ানীবাজারের মুড়িয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি ফরিদ আল মামুন, লাউতা ইউপি চেয়ারম্যান জামায়াত নেতা মো: দেলওয়ার হোসেন ও গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হোসেন। জামিন পান ঢাকাদক্ষিণ ইউপি চেয়ারম্যান আব্দুর রহীম।
মামলা সূত্রে জানা যায়, গত ২৯ ডিসেম্বর সিলেট সরকারী আলিয়া মাদরাসার পাঠাগারে সম্মেলনের আয়োজন করে ছাত্রশিবির। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে শিবিরের ৩ কর্মীকে গ্রেফতার করে। এ ঘটনায় পরদিন পুলিশ একটি মামলা দায়ের করে। সেই মামলায় চেয়ারম্যান দেলওয়ার হোসেন, ফরিদ আহমদ ও জাহিদ হোসেন ও আব্দুর রহীমসহ ২৪ জনের নাম উল্লেখ করে আরো ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সিলেটের দুই উপজেলার ৪ ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিজয়ী হন জামায়াতের এই ৪ নেতা।
Leave a Reply