বায়েজিদ অপি, শান্তিগঞ্জ, সুনামগঞ্জঃ “শেখ হাসিনার বার্তা, নারী পুরুষ সমতা, টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগন্য” এই প্রাতিপাদ্য সামনে রেখে ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
আজ (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস। লিঙ্গ সমতার উদ্দেশ্যে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে এই দিনটি বিশেষ গুরুত্বের সঙ্গে পালন করা হয়। বিশ্বব্যাপী নারীদের প্রতি শ্রদ্ধা, তাদের কাজের প্রশংসা এবং ভালোবাসা প্রকাশের পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য উদযাপনের উদ্দেশ্যে নানা আয়োজনে পালিত হয় এই দিনটি।
প্রতিবারের মতো এবারও শান্তিগঞ্জ উপজেলায় যাথাযথ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন পালন করা হয়। সকাল ১০ঘটিকায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে র্যালি হয় পরিবর্তী ১১ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামানের সভাপতিত্বে, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবিরের সঞ্চালনায় প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কতৃক আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলার চেয়ারম্যান ফারুক আহমেদ , শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার,জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন প্রমুখ ।
আলোচনা সভার পর ক্ষুদে শিল্পীদের উপস্থিতি এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
নিউজটি ভালো লাগলে শেয়ার করুন।
এ সম্পর্কিত
Leave a Reply