আল-হেলাল,সুনামগঞ্জ: জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু এমপি দূবৃত্তায়নের রাজনীতি পরিহার করে বাংলাদেশকে এগিয়ে নিতে সকল শ্রেণিপেশার মানুষকে এগিয়ে আসার উদাত্ত আহবাণ জানিয়েছেন। তিনি বলেছেন,করোনা থেকে অমিক্রন,জঙ্গীবাদ,স্বাধীনতা বিরোধী জামাত শিবির অপশক্তি ও দুর্নীতিবাজ সিন্ডিকেট এই চার শত্রুর কবলে পতিত রয়েছে বাংলাদেশ। আমরা করোনা মোকাবেলা করলেও জঙ্গীবাদ,জামাত শিবিরের অপতৎপরতা ও দুর্নীতিবাজ সিন্ডিকেট কে এখনও প্রতিহত করতে পারিনি। অথচ বগলে ইট আর মুখে শেখ ফরিদের মতো জঙ্গীবাদ,জামাত শিবিরসহ মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি ও দুর্নীতিবাজ সিন্ডিকেট কে নিয়ে প্রেমখেলা খেলে যাচ্ছি। কিন্তু এই ৩ অপশক্তি হচ্ছে এই দেশের উন্নয়নের প্রধান শত্রæ। বাংলাদেশকে এগিয়ে নিতে হলে ৩ শত্রæকে প্রতিহত করতেই হবে।
১১ মার্চ শুক্রবার দুপুরে শহরের জগৎজ্যোতি পাঠাগার লাইব্রেরীতে সুনামগঞ্জ জেলা জাসদ আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু এমপি এসব কথা বলেন।
জেলা জাসদের সভাপতি এনামুজ্জামান চৌধুরী এনামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জননেতা লোকমান আহমদ,যুগ্ম সাধারন সম্পাদক মীর্জা আনোয়ার হোসেন,ওহিদুজ্জামান চৌধুরী কবির,সুনামগঞ্জ জেলা জাসদের সাধারন সম্পাদক এডভোকেট রুহুল আমিন তুহিন,বিশিষ্ট লেখক গবেষক সুখেন্দু কুমার সেন,যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট নুর হোসেন,দিরাই উপজেলা জাসদের সভাপতি জয়নাল আবেদীন,সাধারন সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী আমিন,সাবেক কাউন্সিলর ফজর নূর ও মাহিন চৌধুরীসহ বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ।
উল্লেখ্য হাসানুল হক ইনু এমপি,তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির একান্ত সচিব মইনুল ইসলাম সহকারে ২ দিনের সফরের অংশ হিসেবে গত ১০ মার্চ বৃহস্পতিবার মৌলভীবাজার ও সিলেট জেলা জাসদ আয়োজিত পৃথক পৃথক কর্মসুচিতে অংশগ্রহন শেষে শুক্রবার সকালে সুনামগঞ্জ পৌরসভার হাছননগর আবাসিক এলাকাধীন নিসর্গ ৬৪ নং বাসভবনে জেলা জাসদের দলীয় কার্যালয় উদ্বোধন করেন। পরে শহরের আলীমাবাগ আবাসিক এলাকায় জেলা জাসদের সাবেক সভাপতি অসুস্থ বীর মুক্তিযোদ্ধা আতম সালেহ কে দেখতে দলীয় নেতাকর্মীদের নিয়ে তার বাসভবনে যান। এরপর মরমী কবি হাছন রাজার বাড়ীতে সাবেক পৌর চেয়ারম্যান কবি মমিনুল মউজদীনের মাতা মরহুমা শামসুন্নেহার চৌধুরীর মরদেহে শ্রদ্ধা নিবেদন ও শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। বিকেলে সাংবাদিক পীর হাবিবুর রহমানের নাগরিক শোকসভায় অংশগ্রহন শেষে দিরাই উপজেলার রাধানগর গ্রামে জাসদ আয়োজিত কর্মসুচিতে অংশগ্রহনের পর রাতে সিলেটের উদ্দেশ্যে সুনামগঞ্জ ত্যাগ করবেন বলে জেলা তথ্য অফিসের উপপরিচালক মোঃ আব্দুছ ছাত্তার সাংবাদিকদের জানান।
Leave a Reply