1. smwahidulislam49@gmail.com : S M Wahidul Islam : S M Wahidul Islam
  2. deshbidesherkhabor@gmail.com : deshbidesherkhabor : Desh Bidesher Khabor
  3. moniraakterwahid@gmail.com : Khushi Talukder : Khushi Talukder
  4. chyyahya9@gmail.com : yahya chowdhury : yahya chowdhury
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:২১ পূর্বাহ্ন
নোটিশঃ
আপনাকে "দেশ বিদেশের খবর" নিউজ পোর্টালে স্বাগতম। ডার্নাল শেফিল্ড যুক্তরাজ্য প্রবাসী কবি ও লেখক এম এ গফফার সম্পাদিত "দেশ বিদেশের খবর" অনলাইন পত্রিকার জন্য সারাদেশে ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ ইউকে- +447871398375, বাংলাদেশঃ
সংবাদ শিরোনামঃ
অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশ সিলেট বিভাগীয় কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশ সিলেট বিভাগীয় কমিটি গঠনঃ সভাপতি এস এম ওয়াহিদ, সম্পাদক নাজমুল, সাংগঠনিক তুষার মাতৃভূমি স্মৃতির আড়ালে মা গোয়াইনঘাটে বৃদ্ধ ফেরিয়ালাকে চোরাকারবারি সাজিয়ে মিথ্যে মামলায় গ্রেফতার ও নির্যাতনের অভিযোগ বন্যায় ক্ষতিগ্রস্ত তিন শতাধিক মানুষের মাঝে মখলিছুর রহমানের নিজ অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ সাংবাদিকরা সরকারের উন্নয়নের পাশে থেকে শক্তি যোগায় : বিএমএসএস’র পিঠা উৎসবে নড়াইল পৌর মেয়র সিলেটে গণমানুষের দৈনিক গণমুক্তি পত্রিকার ৫০তম বর্ষপূর্তি উদযাপন দিরাইয়ে কুলঞ্জ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শিক্ষানুরাগী কুটিমিয়া শাহ আদিল সংবর্ধিত দিরাই প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি সামছুল সম্পাদক লিটন সিলেটে অপপ্রচারকারী কথিত ৮ সাংবাদিকদের বিরুদ্ধে সাংবাদিক ফয়ছল কাদির এর মামলা দিরাই’য়ে ছাত্র ও যুব অধিকার পরিষদের শীতবস্ত্র বিতরণ সাংবাদিক কাইয়ূম এর চাচা ইনাতগঞ্জ বাজারের সাবেক সভাপতি মোঃ সিরাজ উদ্দিন এর ইন্তেকাল সায়েস্তাগঞ্জে সরকারী বই বিক্রি, প্রধান শিক্ষিকা আটক নড়াইলে ৩ সাংবাদিকের উপর হামলা ও মিথ্যা চাঁদাবাজি মামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ

বাংলাদেশকে এগিয়ে নিতে হলে ৩ শত্রুকে প্রতিহত করতেই হবে.. হাসানুল হক ইনু

  • আপডেট সময়: শুক্রবার, ১১ মার্চ, ২০২২

আল-হেলাল,সুনামগঞ্জ: জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু এমপি দূবৃত্তায়নের রাজনীতি পরিহার করে বাংলাদেশকে এগিয়ে নিতে সকল শ্রেণিপেশার মানুষকে এগিয়ে আসার উদাত্ত আহবাণ জানিয়েছেন। তিনি বলেছেন,করোনা থেকে অমিক্রন,জঙ্গীবাদ,স্বাধীনতা বিরোধী জামাত শিবির অপশক্তি ও দুর্নীতিবাজ সিন্ডিকেট এই চার শত্রুর কবলে পতিত রয়েছে বাংলাদেশ। আমরা করোনা মোকাবেলা করলেও জঙ্গীবাদ,জামাত শিবিরের অপতৎপরতা ও দুর্নীতিবাজ সিন্ডিকেট কে এখনও প্রতিহত করতে পারিনি। অথচ বগলে ইট আর মুখে শেখ ফরিদের মতো জঙ্গীবাদ,জামাত শিবিরসহ মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি ও দুর্নীতিবাজ সিন্ডিকেট কে নিয়ে প্রেমখেলা খেলে যাচ্ছি। কিন্তু এই ৩ অপশক্তি হচ্ছে এই দেশের উন্নয়নের প্রধান শত্রæ। বাংলাদেশকে এগিয়ে নিতে হলে ৩ শত্রæকে প্রতিহত করতেই হবে।
১১ মার্চ শুক্রবার দুপুরে শহরের জগৎজ্যোতি পাঠাগার লাইব্রেরীতে সুনামগঞ্জ জেলা জাসদ আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু এমপি এসব কথা বলেন।
জেলা জাসদের সভাপতি এনামুজ্জামান চৌধুরী এনামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জননেতা লোকমান আহমদ,যুগ্ম সাধারন সম্পাদক মীর্জা আনোয়ার হোসেন,ওহিদুজ্জামান চৌধুরী কবির,সুনামগঞ্জ জেলা জাসদের সাধারন সম্পাদক এডভোকেট রুহুল আমিন তুহিন,বিশিষ্ট লেখক গবেষক সুখেন্দু কুমার সেন,যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট নুর হোসেন,দিরাই উপজেলা জাসদের সভাপতি জয়নাল আবেদীন,সাধারন সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী আমিন,সাবেক কাউন্সিলর ফজর নূর ও মাহিন চৌধুরীসহ বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ।
উল্লেখ্য হাসানুল হক ইনু এমপি,তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির একান্ত সচিব মইনুল ইসলাম সহকারে ২ দিনের সফরের অংশ হিসেবে গত ১০ মার্চ বৃহস্পতিবার মৌলভীবাজার ও সিলেট জেলা জাসদ আয়োজিত পৃথক পৃথক কর্মসুচিতে অংশগ্রহন শেষে শুক্রবার সকালে সুনামগঞ্জ পৌরসভার হাছননগর আবাসিক এলাকাধীন নিসর্গ ৬৪ নং বাসভবনে জেলা জাসদের দলীয় কার্যালয় উদ্বোধন করেন। পরে শহরের আলীমাবাগ আবাসিক এলাকায় জেলা জাসদের সাবেক সভাপতি অসুস্থ বীর মুক্তিযোদ্ধা আতম সালেহ কে দেখতে দলীয় নেতাকর্মীদের নিয়ে তার বাসভবনে যান। এরপর মরমী কবি হাছন রাজার বাড়ীতে সাবেক পৌর চেয়ারম্যান কবি মমিনুল মউজদীনের মাতা মরহুমা শামসুন্নেহার চৌধুরীর মরদেহে শ্রদ্ধা নিবেদন ও শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। বিকেলে সাংবাদিক পীর হাবিবুর রহমানের নাগরিক শোকসভায় অংশগ্রহন শেষে দিরাই উপজেলার রাধানগর গ্রামে জাসদ আয়োজিত কর্মসুচিতে অংশগ্রহনের পর রাতে সিলেটের উদ্দেশ্যে সুনামগঞ্জ ত্যাগ করবেন বলে জেলা তথ্য অফিসের উপপরিচালক মোঃ আব্দুছ ছাত্তার সাংবাদিকদের জানান।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরও খবর
© All rights reserved © 2022 deshbidesherkhabor.com
Customized By Outsourcing Sylhet