হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে বোরো ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণে অনিয়ম ও নলজুর নদী খননের নামে অর্থ লুটপাটের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বিভিন্ন হাওরে বোরো ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণে অনিয়ম, দুর্নীতি ও নলজুর নদী খননের নামে অর্থ লুটপাটের প্রতিবাদে হাওর বাঁচাও আন্দোলন কমিটি জগন্নাথপুর উপজেলা শাখার আয়োজনে আজ ৬ ই এপ্রিল রোজ বুধবার বেলা ৩ ঘটিকার সময় জগন্নাথপুর পৌর পয়েন্টে মানববন্ধন কর্মসূচি ও সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধন কর্মসূচিতে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ এর সদস্য হাওর বাঁচাও আন্দোলন কমিটি জগন্নাথপুর উপজেলা শাখার আহবায়ক আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক অমিতনদেব এর পরিচালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারন সম্পাদক লুৎফুর রহমান, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি বাবু শংকর রায়, সাধারন সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ কামাল উদ্দিন, জগন্নাথপুর উপজেলা শাখা স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, জগন্নাথপুর উপজেলা শাখা শ্রমিক লীগের আহবায়ক মোঃ নূরুল হক প্রমূখ। এসময় বিভিন্ন শ্রেনী পেশার লোকজন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম বলেন, নলুয়ার হাওরের অধিকাংশ বেড়িবাঁধ এর কাজের মান ভাল নয়। উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বেড়িবাঁধ গুলোতে ফাটল দেখা দিয়েছে। বাঁধ গুলো পানিতে ডুবো ডুবো অবস্থার উপক্রম। হাওর পারের মানুষ স্বেচ্ছাশ্রমে বাঁধ গুলো উচু করছেন। রাত-দিন অবিরত বাঁধ পাহারা দিচ্ছেন। বাঁধের এমন অবস্থা, যেকোনো মুহূর্তে বেড়িবাঁধ ভেঙে হাওরে পানি ঢুকতে পারে। অনিয় দুর্নীতির ফলে বাঁধ গুলোর করুন অবস্থা। নামে মাত্র বেড়িবাঁধ নির্মাণ করে ও নলজুর নদী খননের নামে অর্থ লুটপাট করা হয়েছে। বেড়িবাঁধ নির্মাণ এর নামে ও নলজুর নদীর খনন দেখিয়ে যারা জগন্নাথপুরবাসীকে ক্ষয়ক্ষতির সম্মূখীন করছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
Leave a Reply