হুমায়ূন কবীর ফরীদি,জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের জগন্নাথপুর ও শাল্লায় কাল বৈশাখী ঘুর্ণিঝড়ের তান্ডবে ঘরের নীচে চাপা পড়ে ও বজ্রপাতে শিশু সহ ৫ জন নিহত হয়েছেন। এছাড়াও ঘুর্ণিঝড় এর তান্ডবে গাছ-গাছালি সহ ঘর-বাড়ীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় ও থানা সুত্রে জানাযায়, আজ ১৪ ই এপ্রিল রোজ বৃহস্পতিবার ভোরে জগন্নাথপুর উপজেলার উপড় দিয়ে বয়ে যাওয়া কাল-বৈশাখী ঝড়ের তান্ডবে ঘরের নীচে চাপা পড়ে উপজেলার পাটলী ইউনিয়ন এর অন্তর্ভুক্ত সোলেমানপুর গ্রাম নিবাসী হারুন মিয়ার স্ত্রী মৌসুমি বেগম(৩০), চার বছর বয়সী মেয়ে ফাহিমা আক্তার (৪) ও এক বছর বয়সী ছেলে মোহাম্মদ হোসাইন আহমদ (১) নিহত হয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, আজ ভোরে কালবৈশাখী ঝড়ের তান্ডবে ঘরের নীচে চাপা পড়ে শিশু সহ একই পরিবার এর ৩ জন নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। এদিকে আজ ১৪ ই এপ্রিল রোজ বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জের শাল্লা উপজেলার শাল্লা ইউনিয়ন এর অন্তর্ভুক্ত গ্রামশাল্লা গ্রাম নিবাসী মোঃ চান মিয়া খার ছেলে মকুল খা ও তার দুই ছেলে ও শ্যালকের পুত্রকে নিয়ে বাড়ির পাশে জমিতে ধান কাটতে যান। মাঠে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে মকুল খা(৪৫) ও তার ছেলে মাসুদ খা (১২) ঘটনাস্থলে মৃত্যু বরন করেছেন৷ ঘটনার সত্যতা নিশ্চিত করে শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, আজ সকালে বজ্রপাতে বাপ-ছেলে দুইজন মৃত্যু বরন করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
Leave a Reply