সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জে বাংলা নববর্ষ ১৪২৯ উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জেলার ১২ উপজেলার শতাধিক প্রতিযোগী অংশ নেয়। এদের মধ্যে থেকে চিত্রাঙ্কনে তিনটি গ্রুপে ৯ জন এবং রচনায় চারটি গ্রুপে ১২ জন প্রতিযোগীক পুরষ্কৃত করা হবে।
প্রতিযোগিতায় প্রথম-দ্বিতীয়-তৃতীয় স্থান অর্জনকারীদের সনদপত্র সহ পুরষ্কার প্রদান করা হবে। তিনটি ধাপে অনূর্ধ্ব ০৭, অনূর্ধ্ব ১২ ও বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) প্রতিযোগীরা অংশ নেয় চিত্রাঙ্কনে এবং রচনায় চারটি গ্রুপের মধ্যে রয়েছে ক-গ্রুপ প ম থেকে অষ্টম, খ – গ্রুপ নবম থেকে দ্বাদশ, গ-গ্রুপ স্নাতক ও স্নাতকোত্তর এবং ঘ গ্রুপ সবার জন্য উন্মুক্ত।
চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে থেকে বিজয়ীদের আগামী ১১ জৈষ্ঠ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে পুরষ্কার প্রদান করা হবে বলে জানিয়েছেন আয়োজনকারী কর্তৃপক্ষ।
Leave a Reply