বায়েজিদ অপি, শান্তিগঞ্জ প্রতিনিধি, সুনামগঞ্জ। হাজার হাজার মানুষের উপস্থিতিতে শান্তিগঞ্জে আওয়ামী লীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২১ এপ্রিল) শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি।
এসময় পরিকল্পনা মন্ত্রী বলেন, শান্তিগঞ্জে এতো সুন্দর ইফতার ও দোয়া মাহফিলের আয়োজনে আমি সত্যিই মুগ্ধ, প্রায় ১০ হাজার মানুষের উপস্থিতিতে প্রমাণ করে শান্তিগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ একটি অসাধারণ ভূমিকা পালন করে যাচ্ছে, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে উন্নয়ন অগ্রযাত্রা শুরু হয়েছিলো এই আওয়ামী লীগের দ্বারা এবং ধারা এখনো অব্যাহত আছে, বাংলাদেশ ডিজিটাল দেশ হয়েছে, বর্তমানে হাওরে ধান কাটার মৌসুম প্রায় ৫০% ধান কাটা হয়েগেছে, আর যারা বাঁধ নিয়ে গুজব ছড়াচ্ছেন আসলে তারা জানেন না যে এই বাধ দেওয়া হয় মূলত বাঁধ দেওয়া হয় যাতে কিছুটা লাভবান সময় পাওয়ার জন্য, যাতে হাওরে পানি প্রবেশের আগে ধান ঘরে তুলতে পারি৷ এটা আবহামান কাল থেকেই চলছে, আগামীতেও আমরা হাওরে বাঁধ দেবো। পরিশেষে আওয়ামীলীগ ও অংগ সংঘটনের নেতৃত্ববৃন্দকে আয়োজনের জন্য ধন্যবাদ জানান।
শান্তিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি মাসুক উদ্দিন, সাধারন সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান, সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক এনামুল কবির ইমন, জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, পরিকল্পনা মন্ত্রীর এপিএস ও শান্তিগঞ্জ উপজেলার উপ দপ্তর সম্পাদক হাসনাত হুসাইন, আওয়ামী নেতা শাহীন আহমেদ,আ’লীগ নেতা ও সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সিলেট জেলা শাখার সহ সভাপতি আরটিএন নিজাম উদ্দীন, বঙ্গবন্ধু প্রজন্মলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অমিত, যুবলীগ নেতা মাহবুব আলম রুবেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি সদরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাইম আহমেদ শান, সহ সভাপতি নিতাই দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল দাশ সহ প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন জেলা, উপজেলা এবং ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ,কৃষকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
নিউজটি ভালো লাগলে শেয়ার করুন।
এ সম্পর্কিত
Leave a Reply