বায়েজিদ অপি,শান্তিগঞ্জ,সুনামগঞ্জ; শান্তিগঞ্জে ঈদের আগে নতুন ঠিকানা পেল ৪০টি পরিবার, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী আজ ঈদ উপহার হিসেবে ৩য় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শুভ উদ্বোধন করেন।
(২৬) এপ্রিল মঙ্গলবার “বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী” উপলক্ষে প্রধানমন্ত্রী আজ ঈদ উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শুভ উদ্বোধন করেন। এসময় ভিডিও কনফারেন্সিংয়ে যুক্ত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি।
মুজিব শতবর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না— প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সব ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে শান্তিগঞ্জ উপজেলায়ও একক গৃহনির্মাণকাজ সম্পন্ন।।
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আনোয়ার উজ জামান বলেন এ আশ্রয়ণ প্রকল্পে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায় মিলে মোট ৪০টি পরিবার জায়গা পাচ্ছেন সম্পূর্ণ ভূমিহীন ও গৃহহীনরা।
শান্তিগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান বলেন আমাদের শান্তিগঞ্জে খুবই সুন্দরভাবে বাড়ি নির্মাণ করা হচ্ছে, যাতে গরিব গৃহহীনরা এ নতুন বাড়ি পেয়ে অতীতের ঘর না থাকার কষ্ট ভুলে যায়।। প্রতিটি গৃহ একই ধরনের। যেখানে আছে— দুটি শয়নকক্ষ, একটি টয়লেট, রান্নাঘর ও একটি বারান্দা। এসব গৃহ প্রত্যেক পরিবারের জন্য আলাদা করে নির্মাণ করা হয়েছে। গরীব অসহায় মানুষের জন্য বাংলাদেশ সরকার কাজ করেছে অতীতে এবং এখনো সেই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী, সাধারণ সম্পাদক আতাউর রহমান , জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন , পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া,শিমুলবাক ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান শাহিন, উপ সহকারী প্রকৌশলী ও জন সাস্থ্য আব্দুর রফ সরকার, উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপন তালুকদার, বঙ্গবন্ধু প্রজন্মলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অমিত, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সায়াদ হোসেন সবুজ, শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি নিতাই দাশ, সহ সভাপতি মিলন আহমেদ,যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল দাশ সহ প্রমুখ।
নিউজটি ভালো লাগলে শেয়ার করুন।
এ সম্পর্কিত
Leave a Reply