বায়েজিদ অপি, শান্তিগঞ্জ,সুনামগঞ্জঃ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের মামুনপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০জন আহত হয়েছে।
(২৭) এপ্রিল বুধবার ইফতার পরবর্তী আনুমানিক সন্ধ্যা ৭টায় দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় সিলেট সুনামগঞ্জ সড়কে গাড়ি চলাচল বন্ধ রেখে দুই পক্ষের মধ্যে মারামারি বিরাজমান হয়। রাস্তার পাশের টং দোকান ভাংচুর করা হয়।
জানা যায় যে আবুল হোসেন ও শিবলু হোসেন পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ১০ জন এর মধ্যে একজন গুরুতর আহত হয়ে হসপিটাল আছেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন শান্তিগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন ও শান্তিগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন, দুই পক্ষের সাথে বসে সালিশের পরিবেশ সৃষ্টি করেন, আহতদের দ্রুত হাসপাতালে পাঠান।
এসময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ থানা ওসি খালেদ চৌধুরী ও পূর্ণ পাগলা ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া সহ প্রমুখ।
শান্তিগঞ্জ থানা পুলিশ ও প্রতক্ষ্যদর্শীদের কাছ থেকে জানা যায়,লুডু (অনলাইন) গেম ও ফেইসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে পূর্ব পাগলা ইউনিয়নের মামুনপুর এলাকার আবুল হোসেনর লোকজন এবং মামুনপুর গ্রামের শিবলু হোসেন লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।
দুই পক্ষের লোকজন প্রথমে বাকবিতণ্ডায় জড়ায়। পরে উভয় পক্ষের লোকজন রামদা, লাঠি, সুলফি, বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া করে এবং পাথর ছুড়ে।
নিউজটি ভালো লাগলে শেয়ার করুন।
এ সম্পর্কিত
Leave a Reply