বায়েজিদ অপি,শান্তিগঞ্জ, সুনামগঞ্জঃ সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে প্রায় ৬ হাজার ফুট নিষিদ্ধ কারেন্ট ও বাধা জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে (১৪ই মে ) শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য বিভাগ।
শনিবার সকালে জব্দকরা ওই জাল শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওর সংলগ্ন এলাকায় পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, সুনামগঞ্জের দেখার হাওর, নদ ও বিলে এক শ্রেণির অসাধু জেলে গোপনে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার করে আসছে। এমন গোপন সংবাদ পেয়ে থানা পুলিশের সহযোগীতায় দিনভর অভিযান চালিয়ে নিষিদ্ধ জাল জব্দ করা হয়।
মৎস্য কর্মকর্তা জানান, এইসব জালের ফাঁস খুব ছোট হওয়ায় এতে মাছের পোনা থেকে শুরু করে সব ধরণের মাছ আটকা পড়ে মাছের প্রজন্ম ধবংস হয়ে য়ায়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
নিউজটি ভালো লাগলে শেয়ার করুন।
এ সম্পর্কিত
Leave a Reply