“মাতৃভূমি ও প্রবাসের স্মৃতিচারণ” বইয়ের লেখক ও পাঠক প্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দেশ বিদেশের খবর ডটকম” এর সম্পাদক ও প্রকাশক, ডার্নাল, শেফিল্ড ইংল্যান্ড প্রবাসী কবি ও কলামিস্ট এম এ গফফার এর দেশ প্রেম ও মানবতাবোধ নিয়ে এক ভাতিজার শ্রদ্ধা ও ভালবাসা মিশ্রিত কবিতা– নিম্নে হুবহু পাঠকদের সামনে তুলে ধরা হলো।
শ্রদ্ধেয় চাচা, আপনার সম্মানে উৎসর্গ করছি আমার লেখা ছোট্ট একটা কবিতা যা আপনাকে নিয়ে লেখা।
তুমি বিবেকবোধের প্রকৃষ্ঠ উদাহরণ,
তোমার গাফফার নামে অনুভব করি মমতার এক শিহরণ;
তোমার সাহিত্য প্রজ্ঞা যেন দৃশ্যমান আলোর আভা,
সে আভায় বিকশিত হচ্ছে তোমার লেখনীর প্রতিভা;
ভাষা জ্ঞান যেন তোমার তুলির স্পর্শ তুলেছে সাহিত্য ঝংকার,
তোমার লেখনী যেন জ্ঞানগর্ভ বাক্যালংকার;
লেখনীতে রয়েছে তোমার অগাধ সৃজনশীলতা,
অন্তরে রয়েছে এক অকৃত্রিম মহানুভবতা;
হৃদয়ের গভীরে রয়েছে বদান্যতায়পূর্ণ উদারতা,
ব্যবহারে প্রস্ফুটিত হয়েছে প্রাকৃতিক সরলতা;
সদালাপী ও বিনয়ী গুনে তুমি আমার কাছে পিতৃতুল্য,
তোমার হিতোপদেশ ও পরোপকারী মানুষিকতার স্পর্শ পেয়ে
আমি নিজেকে ভাবি তোমার সন্তানতুল্য;
তোমার স্বদেশপ্রেম ছাড়িয়ে গেছে দেশের গন্ডি,
মাতৃভূমির জন্য মমমত্ববোধ হয়েছে তোমার লেখনীতে বন্দি;
তোমার হিতোপদেশ,
মহানুভবতা আর স্নেহ জাগ্রত করে আমার মনুষ্যত্ববোধ,
তাই আমার আতিথেয়তায় যেন থাকে তোমার প্রতি সম্মান ও কৃতজ্ঞতাবোধ।
Leave a Reply