হায়রে অতীত,তুমি স্মৃতির স্বর্ণালী পায়রা হয়ে রইলে না বাস্তবতায় মিশে ।
সেই কৃষ্ণচূড়ার ডালে বসা পাখির সুমধুর কণ্ঠের গান
আজও আমি শুনতে পাই মনের ভাবনায় ।
হারানো দিনের স্মৃতিময় অতীত
আজও আমায় পিছু ডাকে দিবস ও রাত।
সেই সুরমার পাড়ের বটমূলে বসে দেখেছি
সুরমার বয়ে যাওয়া স্রোতধারা ।
সুরমার গতি প্রবাহ আজও বয়ে রয়েছে অবিরাম ।
হয়তো আমার জীবনের জীবন্ত গতি বয়ে রবে না অবিরত।
জীবন নদীর গতি কোনো একসময়ে থেমে যাবে
চলে যাবো সুদূর লোকালয় থেকে
অনেক দূরে বহু দূরে কোন্ এক অজানায়।
আমার ভাবান্ত মনের ভাবনার পায়রাগুলো
বিচরণ করবে সুন্দর ভুবনের প্রকৃতিতে। মনে পড়ে সেই হারানো দিনে
সাথীদের নিয়ে দলবেধে নদীতে সাঁতার কাটা,
কাল বৈশাখীর পাগলা হাওয়ার ঝড়ের দিনে
আম কুড়ানোর স্মৃতিদৃশ্য ।
আজও মনের ভাবনায় ভাবি কর্ম অবসরে
হায়রে স্বর্ণালী অতীত
তুমি শুধু স্মৃতি হয়েই মনের আবেগ অনুভূতিতে জড়িয়ে রয়েছ মনোভাবনয়।
সেই বাল্যকালে গ্রামের পাঠশালার মাঠে ফুটবল খেলার স্মৃতিদৃশ্য ।
আজও মনে পড়ে অলস বেলায়,
আজও মনে পড়ে পাঠশালার
সাথীদের অনেকশত স্মৃতিকথা ।
এই সুদূর প্রবাসে অবস্থান করে
আজও ভুলতে পারিনি শৈশব জন্ম মাতৃভূমির হারানো স্মৃতিকথা ।
কর্ম পরিশ্রমে নিশী জাগরণে
মনের ভাবনায় ভাবি জীবন থেকে হারিয়ে যাওয়া অনেক অনেক শত স্মৃতিকথা।
স্মৃতির আড়াল থেকে আজও আমায় পিছু ডাকে সেই হারানো স্মৃতিমধুর দিনগুলো ।
শ্রাবণের গোধূলি লগ্নে, স্বর্ণালী সন্ধ্যায় আয়োজিত যাত্রামঞ্চে,
যাত্রাগান উপভোগ করার স্মৃতিদৃশ্যটি আজও অমর হয়ে রয়েছে দিবস ও কাল।
জীবনের শেষ প্রান্তে এসে আজও মনের ভাবনায় ভাবি
জীবন থেকে হারিয়ে যাওয়া অগণিত স্বজন প্রাণের অন্তরঙ্গ সাথীদের অমর স্মৃতিকথা।
লেখকঃ কবি ও সম্পাদক- দেশ বিদেশের খবর ডটকম, ডার্নাল শেফিল্ড, ইংল্যান্ড।
Leave a Reply