নিজস্ব প্রতিবেদকঃ সুনামগঞ্জের দিরাই উপজেলার দিরাই পৌর শহরের উপজেলা প্রশাসন ও থানার মধ্যবর্তী স্থানে হাসপাতাল রোডের সমাজকর্মী ও জনপ্রিয় অনলাইন এক্টিভিষ্ট আব্দুজ জাহিরের বাসা থেকে দেড় লক্ষ টাকা চুরির সময় জনতার হাতে ধৃত আসামি রানা আহমেদকে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আজ সুনামগঞ্জ চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গ্রেফতারকৃত আসামিকে তার সাথে জড়িতদের চিহ্নিত করতে এবং অধিকতর তদন্তের স্বার্থে এসআই তপন ৩ দিনের রিমান্ড চাইলে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্যঃ গত ১/৯/২০২২ ইং রোজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭;১৫ মিনিটের সময় আমার তালা মারা বাসা থেকে তালা ভেঙে, ষ্টিল আলমারি ভেঙে দেড় লক্ষ টাকা নিয়ে চোর পালাতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে সে বিশ্বম্বরপুর উপজেলার উত্তরহাটি গ্রামের ইউনুস মিয়ার ছেলে রানা আহমেদ (৪০)। ২৭ হাজার টাকা জনতা উদ্ধার করে। চোর এখন জেল হাজতে আছে। এ প্রতিনিধিকে
সমাজকর্মী আব্দুজ জাহির বলেন- থানা ও উপজেলা অফিসের মধ্যবর্তী স্থানে প্রশাসনিক এলাকায় এভাবে সন্ধ্যার সময় মাত্র ২০-২৫ মিনিট যদি আমরা বাসা তালাবদ্ধ করে বাহিরে যেতে পারিনা তাহলে পৌর সভার নাগরিকরা কিভাবে শান্তিপূর্ণ ও নিরাপত্তার সাথে বসবাস করবে? এব্যাপারে প্রশাসনিক নজরদারি বৃদ্ধি ও গ্রেফতারকৃত আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে তার সাথে থাকা এলাকার আশ্রয়দাতা ও সহযোগীদের খুজে বের করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়াও দিরাই পৌর শহরের আর যে সকল বাসাবাড়ি দিনদুপুরে/রাতে চুরি হয়েছে সেগুলোরও নেপথ্য নায়কদের খুজে বের করতে প্রশাসনের প্রতি আহ্বান জানাই।
নিউজটি ভালো লাগলে শেয়ার করুন।
এ সম্পর্কিত
Leave a Reply