1. smwahidulislam49@gmail.com : S M Wahidul Islam : S M Wahidul Islam
  2. deshbidesherkhabor@gmail.com : deshbidesherkhabor : Desh Bidesher Khabor
  3. moniraakterwahid@gmail.com : Khushi Talukder : Khushi Talukder
  4. chyyahya9@gmail.com : yahya chowdhury : yahya chowdhury
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৯:৩৬ পূর্বাহ্ন
নোটিশঃ
আপনাকে "দেশ বিদেশের খবর" নিউজ পোর্টালে স্বাগতম। ডার্নাল শেফিল্ড যুক্তরাজ্য প্রবাসী কবি ও লেখক এম এ গফফার সম্পাদিত "দেশ বিদেশের খবর" অনলাইন পত্রিকার জন্য সারাদেশে ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে। যোগাযোগঃ ইউকে- +447871398375, বাংলাদেশঃ
সংবাদ শিরোনামঃ
অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশ সিলেট বিভাগীয় কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশ সিলেট বিভাগীয় কমিটি গঠনঃ সভাপতি এস এম ওয়াহিদ, সম্পাদক নাজমুল, সাংগঠনিক তুষার মাতৃভূমি স্মৃতির আড়ালে মা গোয়াইনঘাটে বৃদ্ধ ফেরিয়ালাকে চোরাকারবারি সাজিয়ে মিথ্যে মামলায় গ্রেফতার ও নির্যাতনের অভিযোগ বন্যায় ক্ষতিগ্রস্ত তিন শতাধিক মানুষের মাঝে মখলিছুর রহমানের নিজ অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ সাংবাদিকরা সরকারের উন্নয়নের পাশে থেকে শক্তি যোগায় : বিএমএসএস’র পিঠা উৎসবে নড়াইল পৌর মেয়র সিলেটে গণমানুষের দৈনিক গণমুক্তি পত্রিকার ৫০তম বর্ষপূর্তি উদযাপন দিরাইয়ে কুলঞ্জ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শিক্ষানুরাগী কুটিমিয়া শাহ আদিল সংবর্ধিত দিরাই প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি সামছুল সম্পাদক লিটন সিলেটে অপপ্রচারকারী কথিত ৮ সাংবাদিকদের বিরুদ্ধে সাংবাদিক ফয়ছল কাদির এর মামলা দিরাই’য়ে ছাত্র ও যুব অধিকার পরিষদের শীতবস্ত্র বিতরণ সাংবাদিক কাইয়ূম এর চাচা ইনাতগঞ্জ বাজারের সাবেক সভাপতি মোঃ সিরাজ উদ্দিন এর ইন্তেকাল সায়েস্তাগঞ্জে সরকারী বই বিক্রি, প্রধান শিক্ষিকা আটক নড়াইলে ৩ সাংবাদিকের উপর হামলা ও মিথ্যা চাঁদাবাজি মামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ

তাহিরপুরের পাটানপাড়া বাজারে বড় ভাইয়ের উপর হামলা করে এক লাখ টাকা ছিনতাই করলো ৩ সহোদর

  • আপডেট সময়: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

আল-হেলাল,সুনামগঞ্জ থেকে: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের পাটানপাড়া বাজারে চাঁদাবাজ সন্ত্রাসী রিপন শিপন ও সুমনের হাতে আবারও বর্বরোচিত হামলার শিকার হয়েছেন সাংবাদিক শাহীনের বড় ভাই হুমায়ূন
কবীর। রবিবার (৪ঠা সেপ্টেম্বর) রাত ৮টায় একটি দোকান বায়না করার জন্য নগদ এক লাখ টাকা নিয়ে পাটানপাড়া বাজারে গেলে প্রতিপক্ষীয় ৩ সহোদর সৎভাই যথাক্রমে রিপন,শিপন ও সুমনগং এবং তাদের সহযোগীরা বেদম মারপিটক্রমে গুরুতর
আহত করে জখমী হুমায়ূন কবীরের কাছ থেকে নগদ এক লাখ টাকা ছিনতাই করে বীরদর্পে পালিয়ে যায়। ঘটনার পর আহত হুমায়ূন কবীরকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হামলাকারীদের কবল থেকে হুমায়ূন কবীরকে রক্ষা করতে স্থানীয় লোকজন এগিয়ে গেলে সন্ত্রাসীদের গডফাদার তাহিরপুর উপজেলার সোহালা গ্রামের মৃত জয়নাল আবেদীনের পুত্র আফতাব উদ্দিন,কয়েকজনকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকী দেয় বলে এ প্রতিনিধিকে জানান ভীতসন্ত্রস্থ লোকজন।

জানা যায়,স্থানীয় পাটানপাড়া নিবাসী মরহুম সিরাজ সর্দারের জেষ্টপুত্র হুমায়ূনের উপর হামলাকারী চাঁদাবাজ সন্ত্রাসী.রিপনকে রোববার (১৪ আগস্ট) বিকেল ৫টার সময় তাহিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ সাহিদুর রহমান,থানার এসআই গোলাম হাক্কানী ও বাদাঘাট পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই মোঃ জাহাঙ্গীর হোসাইন এর নেতৃত্বে একদল পুলিশ পাটানপাড়া বাজারস্থ ভৈরবী ঘাটে চাদা উত্তোলনকালে আটক করেন।

আটককৃত রিপন ও তার গডফাদার আফতাব উদ্দিন এবং আফতাব বাহিনীর ৭ জনের বিরুদ্ধে গত ২৪ জুলাই জেলা প্রশাসক, ২৫ জুলাই জেলা পুলিশ সুপার,২৮ জুলাই সহকারী পুলিশ সুপার, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার ইনচার্জ এর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন,চাঁদাবাজ
সন্ত্রাসীদের হামলার শিকার দৈনিক খবরপত্র পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সদস্য সাংবাদিক হোসাইন মাহমুদ শাহীন (৫৩)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,গত ২৬ জুন রবিবার রাত ৮টায় সোহালা নিবাসী মরহুম জয়নাল আবেদীনের পুত্র সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন (৩৫) তার বাড়ীতে শাহীনের বড় ভাই হুমায়ূন কবীরকে ঢেকে নেয়। সেখানে  গডফাদার
আফতাব উদ্দিনের সহযোগীতায় হুমায়ূন কবীরের সৎ ভাই শিপন সর্দার ওরফে ইয়াবা শিপন (৩০),সুমন সর্দার (২৮) ও রিপন সর্দার (৩২) এই ৩ সহোদর এবং তাদের সহযোগী স্থানীয় কোনাটছড়া  গ্রামের মোক্তার হোসেন এর পুত্র সন্ত্রাসী জিন্নাহ (৩৫),ঘাগরা গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র মানিক (২৭),হুমায়ূন কবীরকে প্রাণণাশের হুমকি দেয়। শুধু তাই নয় উক্ত সন্ত্রাসীরা আফতাব উদ্দিনের সহায়তায় বিভিন্ন সময় ভাড়াটে মাস্তানদের নিয়ে চাঁদাবাজী ও দখলবাজীর উদ্দেশ্যে হুমায়ূন কবীরের পাটানপাড়া বাজারস্থ ভৈরবী বাজার ঘাটের অফিস ঘরে এসে জোরপূর্বকভাবে অবস্থান নিয়ে তাকে প্রাণে হত্যার ভয় দেখিয়ে তাদের একমাত্র বাজার ঘাটটি অবৈধভাবে দখলের চেষ্টা চালায়। চাহিতো ঘাট লিখে না দেয়ায় আফতাব উদ্দিন ও তার সন্ত্রাসী বাহিনী,হুমায়ূন কবীরের পাশাপাশি,তার ছোট ভাই সাংবাদিক হোসাইন মাহমুদ শাহীনকেও খুন করবে বলে ঘোষণা দেয়। এ ঘটনায় হোসাইন মাহমুদ শাহীন বাদী হয়ে গত ২৯ জুন তাহিরপুর থানায় আফতাব উদ্দিনসহ ৬ জনের নাম উল্লেখ করত: অজ্ঞাত সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করলে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ তরফদার তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বাদাঘাট পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই জাহাঙ্গীর কবিরকে দায়িত্ব দেন। পুলিশের হাতে একজন সংবাদকর্মীর দায়েরকৃত অভিযোগটি তদন্তাধীন থাকাবস্থায় ১লা জুলাই শুক্রবার সন্ধ্যা ৭টায় পাটানপাড়া গ্রামের বাড়ীর চতুর্দিক ঘেরাও করত: আফতাব উদ্দিন ও তার সহযোগী সন্ত্রাসীরা হুমায়ূন কবীরকে আবারও প্রাণনাশের হুমকি দিলে আতংকিত হুমায়ূন তাৎক্ষনিকভাবে স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন।

প্রথমে তাকে বাদাঘাট বাজারস্থ ডাঃ হাফিজ উদ্দিনের চেম্বারে নেয়া হয়। পরে তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সিলেটে  চিকিৎসাসেবা দেয়া হয়। পরিবারের লোকজন জানান,মরহুম সিরাজ মিয়া সরদার জীবদ্ধশায় তার ২য় স্ত্রী, ৫ পুত্র ও
২ কন্যাকে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের নোয়াগাঁও-আটগাঁও গ্রামে একটি টিনশেড বিল্ডিং বাড়ীতে রেখে যান। সিরাজ সর্দারের প্রবাসী ভাই নজরুল ইসলাম বিভিন্ন সময়ে নগদ লক্ষ লক্ষ টাকা প্রদান করত: শিপন ও রিপনগংদেরকে
সিলেটে আলাদা করে রাখেন। অন্যদিকে হুমায়ূন কবীর ও তার ছোট ভাই সাংবাদিক হোসাইন মাহমুদ শাহীনকে গ্রামের বাড়ীতে রেখে তাদের পিতা দেহত্যাগ করেন।

বছর দুয়েক আগে হঠাৎ করে বাড়ীতে এসে চাচা নিজাম উদ্দিন সর্দারের বসতঘরে উঠে রিপন,শিপন ও তার ভাই বোনেরা। একপর্যায়ে পাটানপাড়া ঘাটে যাদুকাটা নদীতে বালি ব্যবসায়ীদেরকে জিম্মী করে জোরপূর্বক চাঁদা আদায়,পাটানপাড়া
বাজারের ব্যবসায়ীদেরকে চাঁদা দেওয়ার জন্য প্রাণনাশের হুমকী ও উঠতি বয়সের যুবকদেরকে ইয়াবা ক্রয়ে বাধ্য করা, জোরপূর্বক জমি ও বাড়ী দখলসহ এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটনায় জড়িয়ে পড়ে রিপন ও শিপনগং। এ অবস্থায় সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ২৫ পীচ ইয়াবাসহ শিপনকে আটক করেন। জেলা গোয়েন্দা শাখার এএসআই অনন্তপাল বাদী হয়ে ১৯৯০ ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর ৯ (ক) ধারায় উক্ত শিপনকে একমাত্র
আসামী করে তাহিরপুর থানায় মামলা নং ৪ (জিআর ১৫৫/২০১৮) তাং ৪/৯/২০১৮ইং দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা বিজ্ঞ আদালতে শিপনের বিরুদ্ধে অভিযোগপত্র নং ১৬৬ তাং ৪/১০/২০১৮ইং দাখিল করেন। দীর্ঘদিন জেলহাজতে থাকার
পরও শিপনের সন্ত্রাস ও চাঁদাবাজী বন্ধ হয়নি। জামিনে মুক্ত হয়ে পাটানপাড়া গ্রামে শুরু করে ভূমি জালিয়াতি ও প্রতারনার ব্যবসা।

প্রথমেই মা ও ভাই বোনদের নিয়ে একেবারে সিলেটে চলে যাবে আর পাটানপাড়া গ্রামে থাকবেনা মর্মে ৩ শত টাকার নন জুডিসিয়েল স্টাম্পে স্বাক্ষর করে লিখিত অঙ্গীকারনামা দিয়ে জেষ্টভ্রাতা হুমায়ূন কবীর সর্দারের কাছ থেকে ৩ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক রিপন,শিপন ও তাদের অন্য ভাইয়েরা। দীর্ঘ ২ বছর অতিবাহিত হওয়ার পরও প্রতারিত হুমায়ূন কবীর সর্দারের পাওনা টাকা পরিশোধ করেনি প্রতারকচক্রটি।

ফলে প্রতারিত হুমায়ূন কবীর বাধ্য হয়ে প্রতারক শিপন ও রিপনগংদের বিরুদ্ধে আমল গ্রহনকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট তাহিরপুর জোনে বাংলাদেশ দন্ডবিধি আইনের ৪২০/৪০৬/৫০৬ ধারায় ১১৮/২০২০নং সিআর মামলা দায়ের করেন। ঐ মামলাটি বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। সর্বশেষ সন্ত্রাসী  রিপন ও শিপন তাদের চাঁদাবাজী ও ভূমি জালিয়াতির ঘটনায়, রোহিঙ্গা নাগরিকদেরকে সুনামগঞ্জ জেলার ভূয়া নাগরিক সাজিয়ে নাগরিকত্ব সনদ প্রদান সংক্রান্ত মামলার চার্জসীটভূক্ত আসামী আফতাব উদ্দিনের সহযোগীতায় পাটানপাড়া বাজারস্থ ভৈরবী বাজার ঘাটটি দখলে মরিয়া হয়ে উঠে। গডফাদার আফতাব উদ্দিনের সহযোগীতায় ভাড়াটে সন্ত্রাসীদের দ্বারা ভয় প্রদর্শন করত: হুমায়ূন কবীরকে মেরে ফেলার চেষ্টা চালায়।
সাংবাদিক হোসাইন মাহমুদ শাহীন বলেন,সন্ত্রাসী আফতাব উদ্দিন ইতিপূর্বে আমার বড় ভাইকে তার বাড়ীতে ঢেকে নিয়ে এবং আমাদের বাড়ীতে স্বশরীরে উপস্থিত হয়ে সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার বড় ভাইকে দুদফায় প্রাণনাশের হুমকী দেয়।
আমি অভিযোগ দায়ের করায়,২১ জুলাই বৃহস্পতিবার দুপুর ১ টার সময় আমাদের বাড়ীর সামনের ঘাট দখল করতে এসে আমার উপর হামলা করে আমাকে খুন করার চেষ্টা করে। পরে ঘটনার সংবাদ জেনে এসআই জাহাঙ্গীর কবির ও এএসআই আরিফের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে আসেন এবং আফতাব উদ্দিন ও তার বাহিনীর লোকজনকে ঘটনাস্থলে দেখতে পান।

জানতে চাইলে তাহিরপুর থানার ওসি (তদন্ত) মোঃ সোহেল রানা ও বাদাঘাট পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,শিপন গংরা সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা। এরা পাটানপাড়া গ্রামে এসে আফতাব উদ্দিনের সহযোগীতায় চাঁদাবাজী সন্ত্রাস চালিয়ে যাচ্ছে বলে লিখিত অভিযোগ পাওয়া গেছে। ২১ জুলাই বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়ে আফতাব উদ্দিন,রিপন ও শিপন গংদেরকে কোন ধরনের দখলবাজী চাঁদাবাজী সন্ত্রাস না করার জন্য সুস্পষ্টভাবে নিষেধ দিয়ে এসেছি।

তারপরও পুলিশের বিধিনিষেধ অমান্য করে ১৪ আগস্ট রোববার পাটানপাড়া ভৈরবীঘাটে চাঁদা আদায়কালে রিপন কে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বাধীন মোবাইল কোর্টের কাছে হস্তান্তর করা হয়। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার রায়হান কবির বলেন,ভ্রাম্যমান আদালতের আওতায় পুলিশের হাতে আটককৃত রিপনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে চাঁদাবাজীসহ অন্যান্য অপরাধে যুক্ত হলে তাকে আবারও দন্ডের আওতায় আনা হবে বলে সতর্ক করা হয়েছে। তিনি সাংবাদিক হোসাইন মাহমুদ শাহীনের অভিযোগের প্রেক্ষিতে বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন বলেও সাংবাদিকদের আশ্বস্থ করেন। কিন্তু প্রশাসন কার্যত কোন পদক্ষেপ না নেয়ায় আফতাব উদ্দিনের আস্কারা পেয়ে রিপন শিপন ও সুমনগং তাদের চাচা মৃত নিজাম উদ্দিনের ৪ কেদার জমিও জোরপূর্বক দখল করে নেয়। মরহুম নিজাম উদ্দিন সর্দারের বিধবা স্ত্রী মোছাঃ ফেরদৌস আক্তার বলেন,সন্ত্রাসী রিপন শিপন ও সুমনগং গত ৩ বছর যাবৎ আমার স্বামীর ভিটে জোরপূর্বকভাবে দখল করে রেখেছে। সর্বশেষ আমাদের ৪ কেদার জমিও দখল করে নিয়েছে।

এদিকে আফতাব উদ্দিন বাহিনীর হামলা ও বাড়ী জমি দখলবাজীর ঘটনায় আতংকিত সাংবাদিক হোসাইন মাহমুদ শাহীন ও তার বড় ভাই চিকিৎসাধীন হুমায়ূন কবিরের পরিবারের লোকজন অবিলম্বে গডফাদার সন্ত্রাসী আফতাব উদ্দিন,ইয়াবা শিপন,
চাঁদাবাজ রিপন,সুমন,জিন্নাহ ও মানিক কে গ্রেফতারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরও খবর
© All rights reserved © 2022 deshbidesherkhabor.com
Customized By Outsourcing Sylhet