স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের বিপক্ষে তিনটি ওডিআই এ দুটি টি২০ ম্যাচ খেলতে শনিবার বিকেল ৫টা ২০ মিনিটে ঢাকায় আসার কথা ছিল আফগানিস্তান ক্রিকেট দলের।
তবে ফ্লাইট বিলম্বের কারণে আফগানদের আসার সময় পাঁচ ঘণ্টা পিছিয়ে গেছে।
এখন নতুন সময় অনুযায়ী শনিবার বাংলাদেশ সময় রাত ১০টায় এসে ঢাকা পৌঁছবে রশিদ-মুজিবরা।
এদিকে বিকেলে ঢাকায় নামার পর সন্ধ্যায় সিলেটের বিমান ধরে সিলেটে চলে যাওয়ার কথা ছিল আফগান দলের। কিন্তু এখন যেহেতু আসতে আসতে রাত হয়ে যাবে। তাই আফগান ক্রিকেটাররা কাল সকালে সিলেটের উদ্দেশে রওনা দেবেন।
সিলেটে এক সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্পে অংশ নেবে তারা। এরপর চলে যাবে চট্টগ্রামে। সেখানে তিন ম্যাচের ওডিআই সিরিজে টাইগারদের মুখোমুখি হবে তারা।
দুই দলের মধ্যকার ওয়ানডে সিরিজ শুরু হবে ২৩ ফেব্রুয়ারি। এরপর যথাক্রমে ২৫ ও ২৭ ফেব্রুয়ারি হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে।
ওডিআই সিরিজ শেষে ঢাকায় ফিরে আসবে উভয় দল। ঢাকায় ২ মার্চ প্রথম টি২০ ও ৪ মার্চ দ্বিতীয় টি২০ ম্যাচে মুখোমুখি তারা।
Leave a Reply