বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেছেন, আমাদের একসময়ের নামিদামি প্রযোজকরা সিনেমা ছেড়ে চলে গেছেন। শিল্পী সমিতির নির্বাচনের আগে আমি বলেছিলাম— আমরা সবাই মিলে এই জায়গাটাকে এগিয়ে নেবো। এখন নির্বাচিত হয়েছি, এখন যদি সেসব প্রযোজককে ফিরিয়ে আনতে না পারি, অন্তত একটি করে সিনেমাও যদি তারা তৈরি না করেন, তাহলে আমার মুখ থাকবে না।
রাজধানী একটি পাঁচতারকা হোটেলে গত শনিবার রাতে মিউজিক ভিডিওর উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়ে এসব কথা বলেন ইলিয়াস কাঞ্চন। ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমাদের পার্শ্ববর্তী দেশে নতুন নতুন তারকাদের যেভাবে সিনেমায় উপস্থাপন করা হয়, তারা কিন্তু হারিয়ে যান না। সেভাবেই আমাদের চলচ্চিত্রে নতুনদের নিয়ে কাজ করতে হবে। তা হলে আমাদের ভালো ভালো শিল্পী তৈরি হবে, তৈরি হবে ভালো চলচ্চিত্র।
Leave a Reply