আমার একটি প্রিয় গান যে গানটির কথাগুলোর মধ্যে আমার বিরহের মিল খোঁজ পেয়েছি । মনোমুগ্ধকর গানটি দর্শকদের উপহার দেবার জন্যে জনপ্রিয় শিল্পী লতাকে অভিনন্দন ও অসংখ্য ধন্যবাদ জানাই।
যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে
কেন (কেন) বলো কাদালে আমায়,
আমার এ মন বুঝি মন নয় (২)
হাসি আর গানে গানে,
এতদিন ফুল ফোটানোর খেলা চলেছিলো,
যে কাটা রয়েছে বিধে
মরমেরও মাঝে
তার কথা মন ভূলেছিলো,
ব্যথায় ব্যথায় তাকে মনে পড়ে যায় (২)
স্মৃতির আকাশ থেকে কোনদিন
হয়তো আমায় তুমি মুছে দিবে।
স্বপ্নের রংগে যত ছবি আঁকা হলো
চোখের জলেতে ভেসে যাবে,
যা কিছু দিয়েছি পাওয়ার
সে আমার নয় (২)
যাবার বেলায় ———-
এম এ গফফার – শেফিল্ড, ইংল্যান্ড।
Leave a Reply