স্টাফ রিপোর্টারঃ সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ খুলনা জেলার ১০১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন, পরিচয়পত্র বিতরণ ও মানবাধিকার বিষয়ক আলোচনা সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান খান রেজাউল ইসলাম রেজা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সার্চ মানবাধিকার সোসাইটি খুলনা আঞ্চলিক কমিটির সহ-সভাপতি মোঃ আব্দুর রহমান, খুলনা আঞ্চলিক কমিটির সহ-সভাপতি শেখ আমান উল্লাহ আমান, খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ আল আমিন, খুলনা বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিরাজুল ইসলাম, খুলনা মহানগর কমিটির সাধারণ সম্পাদক এ আর রাজীব, সহ তথ্য বিষয়ক সম্পাদক মোঃ জুবায়ের রহমান ও সার্চ বাংলাদেশ ব্লাড জোনের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন অন্যান্য কমিটির নেতৃবৃন্দ।
সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সদর দপ্তর কর্তৃক খুলনা জেলা কমিটির জন্য মোঃ লুতফুর রহমান’কে সভাপতি ও মোঃ রবিউল ইসলাম রবি কে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট খুলনা জেলার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন প্রদান করা হয়।
কমিটি ঘোশণা পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সার্চের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খান রেজাউল ইসলাম রেজা বলেন- সার্চ মানবাধিকার সোসাইটির বাংলাদেশের প্রতিটি সদস্যদেরকে অধিকার বঞ্চিত জনগোষ্ঠীকে আইনগত সহায়তা প্রদান, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনা বৃদ্ধি ও নির্যাতনের শিকার নারী ও শিশুদের সাধ্যানুযায়ী আইনগত সহায়তা প্রদান, মাদক প্রতিরোধে সচেতনা মূলক প্রচারণা সহ পারিবারিক বিরোধ নিষ্পত্তিতে সাধ্যানুযায়ী এগিয়ে আসতে হবে। সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ;কে অধিকার বঞ্চিত মানুষের আশা ভরসার জায়গায় নিয়ে যেতে হবে।
Leave a Reply