নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে সারাদেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। বেশ কয়েকটি জেলাতে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে সমাবেশ হলেও কয়েকটিতে পুলিশ ও সরকার দলীয়দের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে দলটির নেতাকর্মীরা। ঢাকার সাভার, মাগুরা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পটুয়াখালী, ঝালকাঠিসহ বেশ কয়েকটি জেলায় হামলা, পুলিশের লাঠিচার্জ ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনাও ঘটে। এতে প্রায় শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন এবং অসংখ্য নেতাকর্মীকে আটক করা হয়েছে বলেও অভিযোগ করেছে বিএনপি।
জানা যায়, সকালে সাভারে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ শুরু হলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রধান অতিথি হিসেবে যোগ দেন। তবে কিছুক্ষণ পরই পুলিশ অতর্কিতে হামলা করে। নাটোরে পুলিশ ও আওয়ামী লীগের বাধায় পণ্ড হয়ে যায় সমাবেশ। পটুয়াখালীতে নেতাকর্মীদের উপর দফায় দফায় হামলা করা হয়। সংঘর্ষ বেধে গেলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। মাগুরায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও বাধা সত্ত্বেও স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুর নেতৃত্বে সমাবেশ করে নেতাকর্মীরা।
দেশব্যাপী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, সর্বগ্রাসী দুর্নীতি ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গতকাল সমাবেশ করেন বিএনপি। সমাবেশকে কেন্দ্রকরে দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগ-যুবলীগ ও পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
Leave a Reply