এম, নয়ন ,তজুমদ্দিন(ভোলা) প্রতিনিধি। তজুমদ্দিনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, র্যালী, আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এসব কর্মসূচীর আয়োজন করা হয়।
সুত্রে জানা যায়, সারা দেশের ন্যায় জাতীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ৮টায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মিরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মরিয়ম বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, হেলাল উদ্দিন সুম্ন সুমন, ইউপি চেয়ারম্যান শহিদুল্যাহ কিরন, মেহেদী হাসান মিশু, ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম শীলা, মুক্তিযোদ্ধা কমান্ডের প্রাক্তন কমান্ডার শাহবুদ্দিন মিয়া প্রমুখ।
এরপর নেতৃবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে সদর রোডে বর্ণাঢ্য র্যালীর আয়োজন করে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় অংশ নেন। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও বঙ্গবন্ধুর ভাষন প্রতিযোগিতায় অংশ নেন।
Leave a Reply