তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি॥ মার্চ এপ্রিল দুই মাস মেঘনায় সকল প্রকার মাছ ধরার উপর চলছে নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞাকে অমান্য করে মাছ ধরায় অপরাধে ভোলার তজুমদ্দিন সংলগ্ন মেঘনা নদীতে মৎস্য অফিস ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ২৩ জেলেকে আটক করে। পরে আটককৃত ২২ জেলেকে ১ লক্ষ ১০ হাজার টাকা আর্থিক জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
উপজেলা মৎস্য অফিস সুত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে তজুমদ্দিন থানা পুলিশের সহযোগীতায় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেনের নেতৃত্বে একটি টিম তজুমদ্দিন সংলগ্ন মেঘনার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় নদীতে মাছ শিকার করার অপরাধে ২৩ জেলে, ১০ হাজার মিটার জাল ও ৩টি মাছ ধরার নৌকা আটক করা হয়।
রবিবার দুপুরে আটকৃত জেলেদের তজুমদ্দিন উপজেলা নির্বাহি অফিসার মরিয়ম বেগম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২২ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা করে এবং অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ১ জনকে মুচলেখা দিয়ে ছেড়ে দেয়া হয়। আটক জাল আগুনে পুড়ে ধ্বংস করা হয় এবং নৌকা প্রশাসনের হেফাজতে রয়েছে।
এব্যাপরে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেন বলেন, নিষিদ্ধ এসময়ে যাতে জেলেরা নদীতে মাছ ধরতে না পারে সেজন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি ভালো লাগলে শেয়ার করুন।
এ সম্পর্কিত
Leave a Reply