সাথী খান, ঢাকাঃ নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, দ্রব্যমূল্য কমাতে সরকারি ১১ লক্ষ কর্মকর্তা- কর্মচারির বেতনের ৪ লক্ষ কোটি টাকার ১০ ভাগ ভর্তুকি দিন। তা না হলে জনতার রোষানলে পড়ার সম্ভাবনা সুদৃঢ় হবে।
১২ মার্চ বিকেল ৩ টায় বিসিএফ মিলনায়তনে ‘দ্রব্যমূল্য কমাতে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। প্রেসিডিয়াম মেম্বার রফিকুল আনোয়ারের সভাপতিত্বে এতে প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান রবিউল আলম খান, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব বিনয় বালা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, হুমায়ুন কবির জীবন, মামুন মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা এসময় আরো বলেন, রাজনীতিক-প্রশাসনিক ও ব্যবসায়ীরা নীতির পথে না থাকলে দ্রব্যমূল্য বাড়তেই থাকবে। তাই চাই দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের সচেতনতার যুদ্ধে অংশগ্রহণ করা-রাজপথে থাকা।
Leave a Reply