বায়েজিদ অপি, শান্তিগঞ্জ, সুনামগঞ্জঃ শান্তিগঞ্জ উপজেলায় হাওরের বিভিন্ন বেড়িবাঁধ পরিদর্শন করেন বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি। উক্ত সময় পরিকল্পনামন্ত্রী বলেছেন, আমাদের হাওরের জন্য আগামী ৫-৭ দিন খুবই সংকট কাল। এখন পানি কমছে৷ কঠোর শ্রম দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত ধান কাটতে হবে৷ এই মুহুর্তে ঐক্যবদ্ধ হয়ে ফসল রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।
শনিবার(৯ এপ্রিল) সকাল ১১ টায় শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নে হাওররক্ষা বাঁধ পরিদর্শনে গিয়ে এ পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আরো বলেন, হাওরে আগামীতে আমরা আবার বাঁধ দেব। কারণ এ বাঁধগুলো স্থায়ী হওয়া সম্ভব নয়। এটা দুনিয়ার কেউ পারবেনা এটা অসম্ভব। তার মানে আমরা বাঁধ দেই যাতে কিছুটা লাভবান সময় পাওয়ার জন্য, যাতে হাওরে পানি প্রবেশের আগে ধান ঘরে তুলতে পারি৷ এখন মাঠে মাঠে আমার ভাই বোনেরা একসাথে কাজ করছেন। এটা আবহামান কাল থেকেই চলছে। কৃষিতে আধুনিকীকরণ হচ্ছে। কৃষিতে যান্ত্রিকীকরণ হচ্ছে। সার্বিক দিক দিয়ে কৃষিতে এখন পরিবর্তন এসেছে ।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, পরিকল্পনামন্ত্রীর এপিএস ও আ’লীগ নেতা হাসনাত হোসেন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন শরিফী, ওসি কাজী মোক্তাদির হোসেন, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক, উপজেলা ছাত্রলীগের সভাপতি সদরুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাইম আহমদ সহ প্রমুখ।
নিউজটি ভালো লাগলে শেয়ার করুন।
এ সম্পর্কিত
Leave a Reply