রাশিয়ার সেনাবাহিনী শনিবার জানিয়েছে, উচ্চক্ষমতা সম্পন্ন মিসাইল হামলা করে ইউক্রেনের ১৭টি সামরিক স্থাপনা উড়িয়ে দিয়েছে তারা।
এ ১৭টি স্থাপনার মধ্যে রয়েছে একটি কমান্ড পোস্ট এবং রকেট ও গোলা মজুদ করার একটি গুদাম।
রাশিয়ার সেনাবাহিনী আরও দাবি করেছে, তাদের ছোড়া মিসাইল ১৭টি সামরিক স্থাপনা উড়িয়ে দেওয়ার পাশাপাশি তাদের বিমান বাহিনীর হামলায় ইউক্রেনের ২০০ সেনা নিহতও হয়েছে।
তাছাড়া বিমান বাহিনীর হামলায় ২৩টি সামরিক যান ধ্বংস হয়েছে।
এদিকে রাশিয়া ইউক্রেনের ১৭টি সামরিক স্থাপনা উড়িয়ে দেওয়ার কথা জানালেও ওডেসা বিমান বন্দরে হামলা চালানো নিয়ে কোনো কিছু বলেনি।
শনিবার ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়, রাশিয়ার ছোড়া মিসাইলে ওডেসা বিমানবন্দরের রানওয়ে ধ্বংস হয়ে গেছে। ফল বিমানবন্দরটি পুরোপুরি অচল হয়ে গেছে।
সূত্র: আল জাজিরা
Leave a Reply