স্থানীয় সময় রেবাবার (১৩ই ফেব্রুয়ারি) বিকেলে বুকিত বিনতাং-এর একটি হোটেলে সংগঠনের কুয়ালালামপুরের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিলের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা দাবি করেন, প্রবাসে মারা যাওয়া সব বাংলাদেশী নাগরিকদের লাশ রাষ্ট্রীয় খরচে দেশে নিতে হবে। প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ভোটাধিকার দিতে হবে। বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধ করতে হবে। প্রবাসীদের জন্য যুগোপযোগী দ্বৈত নাগরিকত্ব আইন ও পেনশন সুবিধা নিশ্চিত করতে হবে।
দাবিগুলোর মধ্যে আরো ছিলো- প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগসহ দালালমুক্ত পাসপোর্ট ও দূতাবাস সেবা, প্রবাসী সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন, জাতীয় বাজেটে প্রবাসীদের জন্য বিশেষ বরাদ্দ, বিদেশে কাগজপত্রবিহীন প্রবাসীদের বৈধকরণে সরকারি সহযোগিতা, বিদেশে প্রবাসীদের জন্য পর্যাপ্ত বাংলাদেশী দূতাবাস ও শ্রমকল্যাণ উইং চালু করা, অভিবাসন ব্যয় এক লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখা ও প্রবাসফেরতদের কর্মসংস্থান, সুদমুক্ত পর্যাপ্ত ঋণসুবিধা ইত্যাদি।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ইসমাইল হোসেন, মালয়েশিয়া শাখার সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক শরীফ আহমেদ, সহ সভাপতি আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম হাসান সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পাদক ইমরান হোসেনসহ সমাজসেবা সম্পাদক আরিফুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন কুয়ালালামপুর মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক ইমাম মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাওসার, গণযোগাযোগ সম্পাদক সাব্বির আহমেদ ও পেরাক বিভাগের সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন সরকার।
এ সময় বক্তারা বলেন, প্রবাসীদের ন্যায্য ও যৌক্তিক দাবি আদায়ে সবসময় পাশে থাকবে প্রবাসী অধিকার পরিষদ কুয়ালালামপুর মহানগর।
Leave a Reply