কানাডার ক্যালগেরির প্রবাসী কবি আলমগীর দারাইনের ২০২১ সালে প্রকাশিত ৫ম কাব্যগ্রন্থ “অবরুদ্ধ কান্না” এবং কবি নীলুফা আলমগীরের ৪র্থ কাব্যগ্রন্থ “বিম্বিত সূর্যালঙ্কার” তৃণলতা প্রকাশ, স্টল নং ৩৭৩-৩৭৪ অমর একুশে গ্রন্থমেলা-২০২২-এ পাওয়া যাচ্ছে। এছাড়া নোলক প্রকাশন থেকে ২০২২-এর গ্রন্থমেলা উপলক্ষে প্রকাশিত কবি নীলুফা আলমগীরের ৫ম কাব্যগ্রন্থ “নগ্ন নির্জনতার শহর” ও ২০২০ সালে প্রকাশিত ৩য় কাব্যগ্রন্থ যথাক্রমে “কাঠ গোলাপের রঙ” এবারের একুশে গ্রন্থমেলায় নোলক প্রকাশনের স্টল নং ১৭১-এ পাওয়া যাচ্ছে।
এছাড়া এই দুই কবির সব কাব্যগ্রন্থ rokomari.com পাওয়া যাচ্ছে।
ফিলিস্তিনি জাতীয় কবি মাহমুদ দারবিস যে দ্রোহের বীজ বুনে গেছেন দেশপ্রেমের ছায়ায় সেই জায়নবাদী ইহুদি বর্বরতার কথা কাহিনী নিয়ে বিশ্ব সাহিত্যে অনেক সাহিত্য অনেক কবিতা হয়েছে। সেই সৃষ্টিশীল মিছিলে আরেকটা নাম যুক্ত হলো- তিনি ‘নগ্ন নির্জনতার শহর’-এর কবি নীলুফা আলমগীর। তার অনেক কবিতা পড়েছি। আমার মনে হয় ফিলিস্তিনিদের নিয়ে লেখা কবিতাগুলো তার ভালো কবিতাগুলোর ভেতর অন্যতম। তার ‘রক্তমাখা কোর্তা’ ‘যাত্রা বিরতি’ ‘বাইজীর মসজিদ’ ‘ভগাঙ্কুরচ্ছেদ’কবিতাগুচ্ছ কাব্যগ্রন্থকে অনন্য মর্যাদায় সমাসীন করেছে।
বিশেষ করে এ কাব্যগ্রন্থে প্রকাশিত দ্রোহের কবিতাগুলো যেন নতুন বাঁশের কোরোকে যা ধারালো, শানিত হয়ে সুউচ্চ শির ঊর্ধ্বমুখী হচ্ছে। এসব প্রতিবাদী কবিতায় কবি নীলুফা আলমগীরকে নতুন করে আবিষ্কার করবেন পাঠক।
Leave a Reply