ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের প্রতিবেশী ইউরোপীয় দেশগুলোর বাংলাদেশ কূটনৈতিক মিশনের সঙ্গে যোগাযোগ করতে বলেছে বাংলাদেশ।
শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় আটকে পড়া বাংলাদেশী নাগরিকদের ইউক্রেনের সীমান্তবর্তী পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি ও মলদোভায় যেতে সাহায্যের জন্য হেল্পলাইন নম্বর জারি করেছে।
স্লোভাকিয়া ও হাঙ্গেরির জন্য বাংলাদেশী নাগরিকদের অস্ট্রিয়া ও ভিয়েনাস্থ বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়েছে।
তারা ডেপুটি চিফ অব মিশন রাহাত বিন জামানের সাথে +৪৩৬৮৮৬০৩৪৪৪৯২ নম্বরে এবং জুবায়দুল এইচ চৌধুরীর সাথে +৪৩৬৮৮৬০৬০৩০৬৮ নম্বরে কথা বলতে পারেন।
এছাড়া রোমানিয়া ও মলদোভার জন্য রোমানিয়ার রাজধানী বুখারেস্টের বাংলাদেশ দূতাবাসে +৪০(৭৪২)৫৫৩৮০৯ নম্বরে এবং মীর মেহেদী হাসানের সাথে +৪০(৭৪২)৫৫৩৮০৯ নম্বরে (টেল ও হোয়াটসঅ্যাপ গ্রুপ) যোগাযোগ করতে পারবেন।
পোল্যান্ডের জন্য দেশটির রাজধানী ওয়ারশস্থ পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাসে মো: মাসুদুর রহমানের সাথে +৪৮৭৩৯৫২৭৭২২ নম্বরে, মো: মাহবুবুর রহমানের সাথে +৪৮৫৭৯২৬২৪০৩, এম এস টি ফারহানা ইয়াসমিনের সাথে +৪৮৬৯০২৮২৫৬১ নম্বরে, জনাব বিল্লাল হোসেনের সাথে +৪৮৭৩৯৪১২৩৫৩ নম্বরে ও মো: রব্বানীর সাথে +৪৮৬৯৬৭৪৫৯০৩ নম্বরে যোগাযোগ করতে পারবেন।
সূত্র : ইউএনবি
Leave a Reply