ইয়েমেনের রাজধানী সানার সাধারণ মানুষকে তাদের ঘর-বাড়ি ছাড়ার অনুরোধ জানিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোট।
বৃহস্পতিবার তারা বিবৃতি দিয়ে অনুরোধ করে জানায় ৭২ ঘণ্টার মধ্যে যেন সবাই সরে যান। কারণ সানার কিছু অঞ্চলে বোমা হামলা করবে তারা।
বিবৃতিতে জানানো হয়,সানার গুরুত্বপূর্ণ কিছু জায়গায় বোমা হামলা করা হবে, যেখান থেকে হুথি বিদ্রোহীরা তাদের কার্যক্রম পরিচালনা করে।
সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমান বন্দরের কাছে ড্রোন হামলা করে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা।
এই হামলার পরই আরব জোটের পক্ষ থেকে সানায় হামলা করার ঘোষণা আসল।
সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি এক টুইট বার্তায় জানায়, বিমানবন্দরটি লক্ষ্য করে ড্রোনটি পাঠানো হয়েছিল। তবে হামলা চালানোর আগেই ড্রোনটি ধ্বংস করা হয়।
ইসরাইলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, বিমানবন্দরে আহত ব্যক্তিদের মধ্যে পর্যটক ও বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে কাজ করতে আসা শ্রমিকেরা রয়েছেন।
সূত্র: আরব নিউজ
Leave a Reply