মোঃ সাব্বির আহমেদ খোকন, এথেন্স গ্রীস থেকেঃ ইউরোপের প্রথম দেশ হিসাবে গ্রিসের সাথে কর্মী পাঠানের সমঝোতা স্মারক সহি করলো বাংলাদেশ। ৯ ফেব্রুয়ারী ২০২২ ইং তারিখ রোজ বুধবার বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় মন্ত্রী্ এবং গ্রিসের পক্ষে গ্রিসের অভিবাসন ও শরণার্থী বিষয়ক মন্ত্রী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এই সময় বাংলাদেশ ও গ্রিসের সচিব ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে গ্রিসের মন্ত্রী পেনায়েটিস মিতারাকি জানান অনিয়মিত ও অবৈধ পন্থার অভিবাসনকে নিরুতসাহিত করতে সব সময় কাজ করতেন তারা।
এই সময় তিনি আরো বলেন অভিবাসন পক্রিয়াকে গতিশীল করতে বাংলাদেশের সাথে এই সমঝোতার স্মারক সহি করেছেন। বাংলাদেশের প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় মন্ত্রী্ ইমরান আহমেদ বলেন গ্রিসের সাথে এই সমঝোতার স্মারক সহি হওয়ায় বেশ আনন্দিত তারা। বাংলাদেশ থেকে সচ্ছ প্রক্রিয়া গ্রিসে কর্মী পাঠানো হবে বলেও জানান তিনি। কর্মী পাঠানোর ও কারিগরী বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন উভয়ে দেশের সচিব ও কর্মকর্তারা। এই সময় মন্ত্রনালয়ের সচিব জানান সম্পূর্ণ বিনা খরচে কর্মী যাবে গ্রিসে এবং আরো বলেন যে, অবৈধ বা অনিবন্ধিত প্রায় পনের হাজার কর্মীকে পাঁচ বছরের জন্য বৈধতা দিবে গ্রিস সরকার এবং বাংলাদেশ থেকে পাঁচ বছরের ভিসায় প্রতি বছর চার হাজার কর্মী নিবেন গ্রিস।
কর্মী পাঠানো প্রক্রিয়া বাংলাদেশের ট্যাকনিক্যাল কমিটি ঠিক করবে বলে জানান তিনি। গ্রিসের অভিবাসন ও শরণার্থী বিষয়ক মন্ত্রী আরো জানান, বাংলাদেশের সাথে সমঝোতার স্মারকটি আগামী এপ্রিলে গ্রিসের মন্ত্রী সভায় তোলা হবে বলে জানান দেশটির মন্ত্রী। এই সময় বাংলাদেশের প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় মন্ত্রী্ ইমরান আহমেদ জানায়, গ্রিসে কবে এবং কিভাবে কর্মী পাঠানো হবে তা কারিগরী কমিটির সাঙ্গে বৈঠকের পর জানানো হবে।
নিউজটি ভালো লাগলে শেয়ার করুন।
এ সম্পর্কিত
Leave a Reply