কালের চিরন্তন গতিধারায়
প্রবাহিত হচ্ছে সুরমার স্রোতধারা
চলন্ত স্রোতের টানে উজান ভাটি
হচ্ছে কত নৌকার মাঝি
গতিময় জীবনের কোন এক অবসরে
স্মরন করছি সুরমার বিজড়িত স্মৃতি।
মহা কালের বিবর্তন ধারায় মনের অজান্তে আজও
স্মরন করি সুরমার পাড়ে বসে গল্প করার বাল্যস্মৃতি।
অতীতের কত স্বর্নালী দিন,
স্মৃতিময় হয়ে রয়েছে সুরমার স্রোতে মিশে।
অনতি দূরের প্রবাসে অবস্থান করেও
আজও স্মৃতির আড়ালে লুকিয়ে রয়েছে
ফেলে আসা দিনগুলোর স্মৃতি মূহুর্ত।
মনের ব্যাকুল ভাবনায় সেই সুরমার পাড়ে
বসে থাকা নীস্তব্দ বেলা,
আজও স্মরন করি মনের আয়নায়।
কত দিবস কত রজনী অতীত করেছি
সেই হারানো বাল্যবন্ধু নিয়ে।
আজও মনের অনুভূতিতে প্রতি মূহুর্তে প্রতিক্ষনে
স্মরন করি প্রিয় সাথীদের স্মৃতিকথা।
মনে পড়ে কবি সত্যেন্দ্রনাথ দত্তের কথা
শত হে নদ তুমি পড় মোর মনে,
শতই তোমারি কথা ভাবি এ বিরলে,
প্রবাসের এ কর্মব্যাস্ত মনে আজও স্মরন করি
প্রিয় জন্মভূমির শৈশব স্মৃতি।
স্মৃতির আড়ালে অতীত হয়ে রয়েছে
কত প্রিয় মানুষের মৃত্যুদৃশ্য।
যুগের পরিবর্তনে মানুষ চলে যাবে
মৃত্যুর সাথে মিশে অদৃশ্য হয়ে,
বিলীন হয়ে যাবে সেই প্রিয় মানুষের চিরচেনা মুখ।
আবারো নতুন প্রজন্ম বসতি করবে সেই সুরমার পাড়ে।
জীবনের কত বসন্ত অতীত করেছি সেই প্রিয় সুরমার আঁচলে।
আজও স্মৃতির পাতায় স্মরন করি রুপসী বাংলার সেই বৈচিত্র্য।
আজও মনের আবেগ অনুভূতিতে মিশে রয়েছে
সুরমার শত শত প্রেমবিলাসী ঢেউ।
লেখকঃ সম্পাদক ও প্রকাশক- দেশ-বিদেশের খবর অনলাইন ্নিউজ পোর্টাল, ডার্নাল, শেফিল্ড ইংল্যান্ড।
Leave a Reply