হে মোর স্বর্ণালী স্মৃতিময় দিন,
আজও ভাবনার মধ্যে রয়েছ দিবসও কাল
সেই ছেলে বেলার ক্লাসমিট সাথীদের
পড়ালেখা করার হাজার স্মৃতিকথা ভাবি নীরবে।
সময় ও কালের পরিক্রমাতে যুগে যুগে
হারিয়ে যাচ্ছে স্মৃতি বিজড়িত দিন গুলো।
সুদূর প্রবাসে অবস্থান করেও কোন এক নীরব মূহুর্তে
ভাবি প্রিয় ক্লাসমিটদের নিয়ে গল্প করার শত কথা,
ভাবি আমার সম্মানিত স্যারদের শিক্ষাঙ্গনে
আদর্শ জ্ঞান আরোহনের কথা।
জীবন চলার শেষপ্রান্তে এসে আজো ভাবি-
রজনীগঞ্জ হাইস্কুলে ম্যাচে থাকাকালে (১৯৮২ সনের) ক্লাসমিটদের স্মরণীয় স্মৃতিকথা।
মানুষ যুগ যুগান্তরে বিলিন হয়ে যাবে পৃথিবীর মায়া ত্যাগ করে।
যুগের স্রোতে সময়ের গতিতে স্মৃতিময় হয়ে থাকবে আমার আবেগ অনুভূতির স্মৃতিকথা।
প্রাণের বন্ধনে হৃদয়ের স্পন্দনে হয়তো
লেখা গুলোর সুদৃষ্টি পরবে কোন এক ক্লাসমিটদের মনে।
হয়তো প্রাণের আবেগ অনুপ্রেরণায় ভাববে সেই অতীত
স্মৃতিমধুর দিনগুলোর শত স্মৃতিকথা।
রজনীগঞ্জের পাড়ে প্রবাহিত থাকা সুরমার গতি স্রোত চিরদিন বয়ে থাকবে।
থাকবে সুরমার তীরে বসবাসরত জীবনের জীবন্ত গতি।
কালের বিবর্তন ধারায় বিলীন হয়ে যাবে সেই স্মৃতি।
প্রবাসের এই কর্মব্যাস্ত জীবনের ফাঁকে আজো ভাবি
প্রাণের আবেগ অনুভূতি মিশ্রিত ক্লাসমিট
সফিকুল-নিধু হোসেন,মোহিত,আজিজুর,তারা মিয়া,মহিবুর-
হাফিজুর,তপন নিধু-(২),আরো অনেকের স্মৃতিকথা।
২০২২ ইংরেজীর পবিত্র রমজানের কোন এক শুভ-সকালে
মনের ভাবনায় লিখছিলাম স্মরণীয় কবিতাটি।
প্রবাসের এই বিশাল রাজপ্রাসাদ আর উন্নত দেশে
এসেও পাইনি মনোমুগ্ধকর প্রাণের সজিবতা।
সারাদিনের কর্ম পরিশ্রমে ইফতারের সময় দাঁড়ানো অবস্থায় করতে হয় ইফতার।
প্রবাসের কর্মব্যস্থতা আর প্রয়োজনীয় সময়-ও মূহুর্ত থাকে সময়ের শিকলে বাঁধা।
চলন্ত গাড়ির চাকা যেভাবে বিরামহীন ভাবে চলতে থাকে
সে ভাবেই চলতে থাকে জীবন উপভোগের বাস্তবতা।
বাস্তবতার চলতে চলতে কোন এক সময়ে জীবনের শেষ নিঃশ্বাস
ত্যাগ করে চলে যাবে জীবনের স্বর্গীয় সুখের ভুবনে।
পৃথিবীর আকাশ বাতাস আর নতুন প্রজন্মের জীবন মিশে থাকবে
আমার লিখনির স্মৃতিময়-কথা্গুলোর হাজারো স্মৃতিকথা।
এম এ গফফার
১০ রমজান, ২০২২ ইংরেজী।
লেখকঃ কবি,সম্পাদক ও প্রকাশকঃ দেশ-বিদেশের খবর অনলাইন নিউজ পোর্টাল।
Leave a Reply