বিশাল সাগরের স্রোতধারা
বয়ে চলেছে অবিরাম গতিত
বয়ে চলেছে প্রীয় মানুষের মৃত্যু দৃশ্যের করুন বেদনার স্রোতধারা।
জীবন প্রবাহে চলে যাবে মানুষ
চির অজানা দেশে।
ভাবনার ভাবান্ত মনে স্মৃতির প্রদীপ হয়ে স্মরণীয় হয়ে থাকবে সেই হারানো মানুষের স্মৃতিচিহ্ন।
যুগে যুগে জন্ম নিবে নতুন প্রজন্ম
জীবনের অবসানে সেই নব প্রজন্ম
আবারো হারিয়ে যাবে দুনিয়ার অথল গর্তে।
কালের প্রবাহের স্রোতে মিশে থাকবে
তাদের সমবেদনার স্নৃতি।
আজও মনের ভাবনার অজান্তে ভাবি
সেই পাশে থাকা হারানো প্রীয় সাথীদের স্মৃতিকথা।
মনে পড়ে রোমেনা ইসলামের গানের কথায়,
যদি আর দেখা নাই হয় ওগো বন্ধু মনে রেখো
চিরদিন তুমারি রইব।
যদি আর দেখা নাই হয়….।
বিরহ মনের অনুভূতিতে অনুস্মরনীয় হয়ে থাকবে চিরদিন।
মনের ব্যাকুল ভাবনার স্রোতধারায় সেই মানুষগুলোর স্মৃতি মিশে থাকবে আমার অন্তরাতে।
স্রাবনের কোন এক নীরব রজনীতে দু চোখের পাতায় ভেসে উঠে কত প্রীয় মানুষের মৃত্যুদৃশ্য।
ভাবনা আর কল্পনার আবেগ অনুভূতিতে বয়ে থাকবে সেই হারানো মহামানবের স্মরনস্মৃতি।
রিক্ত মনের বেদনায় স্মরন করে যাবো প্রীয় মানুষের ছবি।
জীবন চলার পথে চলতে চলতে প্রীয় হারানোর সমবেদনার স্রোতে হয়ত আমিও একদিন চলে যাবো চিরতরে।
এইখানে তর সাথীর কবর ডালিম গাছের তলে
৪০ বছর ভিজিয়ে রেখেছি আবেগের অশ্রুজলে।
যুগের পরিক্রমান্তে চলতে থাকবে মানুষের জীবন নদীর স্রোত। বৈচিত্রময় পৃথিবীর অফুরন্ত সৌন্দর্য বেচে থাকবে। সাগর নদীর কলতান যুগে যুগে প্রবাহিত হবে আজীবন প্রবাহিত হবেনা জীবন্ত মানুষের জীবন্ত প্রান। মহাকালের অতল গর্ভে তলিয়ে যাবে বহু বছরের পুরনো মানুষ। চিরকালের স্মৃতির দর্পন হয়ে বেচে থাকবে চলে যাওয়া মানুষের সকরুন স্মৃতিচিহ্ন।
স্মরনে – মাহতাব, আব্দুস শহীদ ও রাজন।
লেখকঃ এম এ গাফফার, কবি ও সম্পাদক দেশ বিদেশের খবর ডটকম, ডার্নাল, শেফিল্ড, ইংল্যান্ড প্রবাসী।
Leave a Reply