নৈস্বর্গীক দৃশ্যে তুমি
এম এ গফফার
এই নৈস্বর্গীক দৃশ্যে নিরব মুহুর্তে
কোন এক জনমে তুমি ছিলে মোর সাথী,
যুগের গতিতে আজ তুমি রয়েছ কোথায়? আর আমি!
আমি আজও তরী বেঁয়ে চলেছি।
পথ চলার আশা ভাবনায় হয়তো,
একদিন প্রাণের সাধনায় সেই হারানো
সাথীকে খুঁজে পাবো।
জীবনে অনেক ঘাতপ্রতিঘাত অতিক্রম করেছি
জীবন বাস্তবতায়।
অগণিত জানা অজানা মানুষের
মনোভিজ্ঞতা অর্জন করেছি।
কিন্তু প্রাণের আকাঙ্ক্ষিত বাসনায়
আজও দূর থেকে তোমাকে ভাবি দিবস ও রজনী।
ভাবনার এ দৃশ্যময় রাতে আকাশের
তারাগুলো ও এক এক করে হারিয়ে
যায় বেদনার সাগরে।
প্রবাসের এই রাজ প্রাসাদ আর
অট্টালিকায় অবস্থান করে আজও
সেই নৈস্বর্গীক দৃশ্যেপট মনের ব্যাকুল ভাবনায়
মিশে রয়েছে প্রতিটি মুহুর্ত ও সময়ে।
মনের ভাবনায় ভাবি আর কি?
মনের মাঝে ফিরে পাবো সেই হারানো
স্মৃতিময় মনোমুগ্ধকর দৃশ্যছায়া।
সেই জল জ্যোৎস্নার রাতে রুপালী দৃশ্যছায়ায়
মনের আবেগ অনুভূতিতে আজও ভাবি তোমাকে।
ভাবনার অনুভূতি গুলো আজো রয়েগেছে
সেই আগের হারানো দিনগুলোর মতোই।
সুদূর প্রবাসের কোন এক নীরব প্রহরে
আজও ভাবি জীবন থেকে হারানো
রুপ-লাবণ্য নৈস্বর্গীক দৃশ্যের ভাবনা।
লেখকঃ এম এ গফফার- কবি ও সম্পাদকঃ দেশ বিদেশের খবর ডটকম।
ডার্নাল, শেফিল্ড, ইংল্যান্ড প্রবাসী।
Leave a Reply