বাল্য জিবনে চলার পথে
ছিলো মোর অগণিত খেলার সাথী
আজ তারা কোথায় হারিয়ে গেলো
ভাবি আমি দিবস ও রজনী
কেউবা মরে চলে গেলো অজানা ভূবনে
কেউবা সুদূর প্রবাসে জীবীকার সন্ধানে
কেউবা আছে চলমান জীবনের
সুখ দুঃখের সাথী হয়ে
জীবনের বাস্তবতায় হারিয়েছি
অগণিত প্রাণের সাথী
সাথী হারা মনে আমি ভাবি নিরব মনে
সবাই থাকে কর্ম ব্যস্ত সংসার পরিচালনায়
অবসরে মনের সমবেদনা বলার সময় নেই
সবাই থাকে কর্ম ব্যস্ত সময় কোথায় পাই?
সময় নদীর স্রোতের মতো চলেওবিরাম
গল্প হবে কথা হবে অবসর রজনীতে
তখন হয়তো নিদ্রাদেবী আসে ঘুমের ঘরে
জীবনের কর্ম ব্যস্ততায় বলা হয়না মনের কথা
ভাবনা ভাবনায় মনের সাথী
হয়ে রইলো একাকিত্বের বেদনা
জীবনের শেষ প্রান্তে কেউবা আর পাশে আসবে না
কেউবা আছে কেউবা নেই সাথী মনের ধারণা
ছেলে বেলার দিনগুলো মোর ছিলো পরম সুখের
কেউবা এখন বৃদ্ধাশ্রমে কেউবা অসহায়
কেউবা এখন জীবন সন্ধ্যায় গুণছে মৃত্যু প্রহর
অতীত জীবনের জয়গান তাদের স্মরণ নেই মনে
ভারসাম্যহীন মনে তারা রয়েছে নিরব ঘরে
মৃত্যু ডাক কবে আসবে ভাবছে শুধু মনে
অনন্ত সুন্দর ভূবন ছেড়ে শেষ বিদায়ে
লিখে গেলাম বিদায় বাণী চিরন্তনী
মরিতে চাইনা আমি সুন্দর ভুবনে
সৃষ্টির শ্রেষ্ঠ মানব মানবীর মাঝে
আমি বাচি বারে চাই।
০৫ সেপ্টেম্বর ২০২১ খ্রিঃ
লেখকঃ এম এ গফফার,ডার্নাল, শেফিল্ড, ইংল্যান্ড।
Leave a Reply